ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ২:০৮:৫০ পিএম

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা বাতিলের দাবি

১৩ জানুয়ারি, ২০২৫ | ১১:৩৭ এএম

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা বাতিলের দাবি

ছবি: সংগ্রহ

শিল্প কারখানায় গ্যাসের দাম বৃদ্ধিকে ‘আত্মঘাতী’ সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেছে ইন্ডাস্ট্রি এক্সিকিউটিভ ফোরাম (আইইএফ)। সংগঠনটির নেতারা এ বিষয়ে সরকারের কাছে গ্যাসের দাম বৃদ্ধি বাতিলের দাবি জানিয়েছেন এবং চলমান গ্যাস সংকট নিরসন করে শিল্পখাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

 

 

শনিবার রাতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত মতবিনিময় সভায় এই দাবি জানানো হয়। সভায় বক্তারা বলেন, গ্যাসের মূল্যবৃদ্ধি শিল্প উৎপাদন ব্যয় বৃদ্ধি করছে, যা দেশের শিল্পকারখানার টিকে থাকার জন্য বিপজ্জনক হতে পারে। তারা সরকারের কাছে গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অনুরোধ জানান।

 

 

আইইএফ, যা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীদের একটি প্ল্যাটফর্ম, সম্প্রতি তাদের আত্মপ্রকাশ করেছে। বস্ত্র, পোশাক, সিরামিকসহ অন্যান্য বৃহৎ শিল্প খাতের প্রতিনিধিরা এই ফোরামে যোগ দিয়েছেন।

 

 

বক্তারা জানান, ২০১৯ সাল থেকে ধারাবাহিকভাবে গ্যাসের মূল্যবৃদ্ধি হয়ে আসছে। ২০২২ সালের জুনে ১৫ দশমিক ৫২ শতাংশ, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ৮৭ দশমিক ৫০ শতাংশ এবং ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ২ দশমিক ৫০ শতাংশ মূল্য বৃদ্ধি করা হয়। এই মূল্যবৃদ্ধির ফলে শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয় বাড়ছে এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার জন্য দেশের অনেক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে বা বন্ধ হওয়ার উপক্রম।

 

 

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন যমুনা গ্রুপের হুরাইন হাইটেক ফেব্রিকের প্রধান বিপণন কর্মকর্তা মো. আব্দুল হাকিম, মিথিলা গ্রুপের নির্বাহী পরিচালক মো. সাজেদুর রহমান তালুকদার, প্যারাগন সিরামিকসের সিনিয়র জিএম মোসাহেব কাক্কা এবং জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিক্সের নির্বাহী পরিচালক মো. শফিকুর রহমান। সভা সঞ্চালনা করেন আইইএফ এর প্রতিষ্ঠাতা সদস্য এস এইচ ফাহিম।

 

 

গ্যাস সংকট সমাধানে আইইএফ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবনা তুলে ধরেছে। প্রস্তাবনাগুলোর মধ্যে রয়েছে। গ্যাস বিক্রি করে মুনাফা অর্জন করার চেষ্টা না করা; এলএনজি আমদানির উপর শুল্ক-কর প্রত্যাহার; দ্রুত এলএনজি টার্মিনাল নির্মাণ এবং মজুত সক্ষমতা বৃদ্ধি; গ্যাসের মূল্যবৃদ্ধি পর্যালোচনা এবং শিল্পে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার নিশ্চিত করা।

 


আইইএফ মনে করে, এই পদক্ষেপগুলো গ্রহণ করলে গ্যাস সংকট মোকাবেলা এবং শিল্প খাতের সুষ্ঠু উন্নয়ন সম্ভব হবে।

 

 

গ্যাসের মূল্যবৃদ্ধি শিল্প প্রতিষ্ঠানের জন্য বড় একটি সংকট হয়ে দাঁড়িয়েছে। মূল্যবৃদ্ধির ফলে উৎপাদন ব্যয় অনেক বেড়ে গেছে, যা দেশের অনেক শিল্পের জন্য অসহনীয় হয়ে উঠেছে। এতে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার সম্ভাবনা কমে যাচ্ছে এবং অনেক কারখানা বন্ধ হওয়ার উপক্রম হচ্ছে।

 

 

আইইএফ আশা প্রকাশ করেছে যে, সরকার তাদের প্রস্তাবনা বিবেচনা করে দ্রুত পদক্ষেপ নেবে এবং শিল্পকারখানাগুলোর জন্য একটি স্থিতিশীল ও সহনশীল গ্যাস সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করবে।

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা বাতিলের দাবি