ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৪:৫৯:২০ পিএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

১১ জানুয়ারি, ২০২৫ | ১০:২৯ এএম

অনলাইন সংস্করণ

গ্রাহকদের টাকা পরিশোধ করে আবারো ঘুরে দাঁড়াতে চায় ‘ই-অরেঞ্জ’

১১ জানুয়ারি, ২০২৫ | ১০:২৯ এএম

গ্রাহকদের টাকা পরিশোধ করে আবারো ঘুরে দাঁড়াতে চায় ‘ই-অরেঞ্জ’

ছবি: সংগ্রহ

ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের সাবেক মালিক সোনিয়া মেহজাবিন এবং তার স্বামী মাসুকুর রহমান প্রতিষ্ঠানটির মালিকানা পুনরুদ্ধার এবং পুনরায় কার্যক্রম শুরু করতে চান। তারা জানিয়েছেন, ই-অরেঞ্জ পুনরায় চালু করার মাধ্যমে গ্রাহকদের সকল পাওনা টাকা ফেরত দেয়ার দায়িত্ব তারা গ্রহণ করবেন। তবে, এই উদ্যোগ বাস্তবায়ন করতে হলে তাদের প্রথমে জামিনে মুক্তি পেতে হবে।

 

 

গতকাল শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে মহানগর দায়রা জজ আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের আইনজীবী মোঃ শামসুল হুদা। তিনি জানান, বর্তমানে কারাগারে থাকা সোনিয়া মেহজাবিন তার সম্মতিক্রমে জামিনে মুক্তি পেলে তিনি প্রতিষ্ঠানটির মালিকানা পুনরুদ্ধার করবেন এবং গ্রাহকদের পাওনা টাকা ফেরত দেয়ার অঙ্গীকার করেছেন। সোনিয়া মেহজাবিন এবং তার স্বামী মাসুকুর রহমান তাদের পরিকল্পনায় গ্রাহকদের সঙ্গে আলোচনা করে ই-অরেঞ্জ পুনরায় চালুর উদ্যোগ নিতে চান।

 

 

এই প্রসঙ্গে, সোনিয়া মেহজাবিন তার আইনজীবীর মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিবের কাছে ই-অরেঞ্জের মালিকানা ফেরত নেয়া এবং ব্যবসা পুনরায় চালু করার অনুমতি চেয়েছেন। বাণিজ্য মন্ত্রণালয় থেকে বিষয়টি সমাধানের জন্য মালিকানা পুনর্গঠনের নির্দেশ দেয়া হয়েছে।

 

 

আইনজীবী মোঃ শামসুল হুদা জানান, সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমান জামিনে মুক্তি পেলেই সমস্যা সমাধান সম্ভব। তারা আটক থাকলে গ্রাহকদের পাওনা পরিশোধ বা ব্যবসা পুনরায় চালু করা সম্ভব নয়, বরং এ অবস্থায় গ্রাহকদের দুর্ভোগ আরও বাড়বে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন।

 

 

সোনিয়া মেহজাবিন এবং মাসুকুর রহমান জানিয়েছেন, তারা আইনি প্রক্রিয়ায় ই-অরেঞ্জের ব্যবসা পরিচালনার সমস্ত জটিলতা সমাধান করতে চান। তাদের মতে, জামিনের মাধ্যমে মুক্তি পেলে তারা গ্রাহকদের টাকা ফেরত দেয়ার প্রক্রিয়া শুরু করতে পারবেন এবং প্রতিষ্ঠানটি পুনরায় সচল করতে পারবেন। তারা আশা করেন, এর মাধ্যমে একটি স্থায়ী সমাধান পাওয়া সম্ভব হবে।

 

 

এদিকে, কয়েকজন ই-অরেঞ্জ গ্রাহক অভিযোগ করেছেন, গেলো তিন বছর ধরে তারা চরম মানবেতর জীবনযাপন করছেন। যদিও অন্যান্য ই-কমার্স প্রতিষ্ঠান তাদের গ্রাহকদের টাকা ফেরত দিয়েছে এবং কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা করছে, কিন্তু ই-অরেঞ্জের গ্রাহকরা তাদের টাকা ফেরত পাননি। তাই তারা দাবি জানিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব ই-অরেঞ্জের সমস্ত সমস্যার সমাধান করে গ্রাহকদের টাকা ফেরত দেয়া হোক। গ্রাহকদের মতে, যদি মালিক পক্ষের জামিন দেয়া হয়, তবে তারা আশা করছেন দ্রুত তাদের পাওনা টাকা ফেরত পাওয়া যাবে।

 

 

এছাড়া, গ্রাহকরা একে অপরকে সমর্থন দিয়ে বলেছেন, যে কোন মূল্যে তাদের পাওনা টাকা ফেরত দেয়া হোক, যাতে তাদের দীর্ঘদিনের দুর্ভোগ শেষ হয়।

গ্রাহকদের টাকা পরিশোধ করে আবারো ঘুরে দাঁড়াতে চায় ‘ই-অরেঞ্জ’