ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১০:০৪:০৬ পিএম

ঘূর্ণিঝড়ের আশঙ্কায় ভারত-পাকিস্তান সতর্ক

৩০ আগস্ট, ২০২৪ | ৯:৪৯ এএম

ঘূর্ণিঝড়ের আশঙ্কায় ভারত-পাকিস্তান সতর্ক

ছবি: সংগ্রহ

আরব সাগরে গভীর একটি নিম্নচাপ দেখা দিয়েছে, যা আজ শুক্রবার ঘূর্ণিঝড়ে রূপ নেবে বলে পূর্বাভাস দিয়েছে ভারত ও পাকিস্তানের আবহাওয়া দফতর। ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দফতরের (আইএমডি) পূর্বাভাস বলছে, নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তর হওয়ার পর সেটি ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের পাশাপাশি পাকিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ সিন্ধের উপকূলে আঘাত হানতে পারে। অন্যদিকে পাকিস্তানের আবহাওয়া দফতরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঝড় মোকাবিলার তাগিদ দিয়েছে। 

 

নিম্নচাপের প্রভাবে ভারতের গুজরাটের বিভিন্ন উপকূলীয় এলাকায় দুদিন ধরে চলছে ভারী ও টানা বর্ষণ। নদীনালা ও অন্যান্য জলাশয়ের পানি বেড়ে বন্যা দেখা দিয়েছে অনেক জায়গায়। বন্যায় ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন এলাকায় অন্তত ২৮ জনের মৃত্যুর তথ্য মিলেছে।

 

বৃষ্টি ও ঝোড়ো আবহাওয়ার কারণে অনেক এলাকা বিদ্যুৎবিহীনও হয়ে পড়েছে। গুজরাটের উপকূলীয় শহর জামনগরের বাসিন্দা প্রভু রাম সোনি। তিনি রয়টার্সকে জানিয়েছেন, দুদিন ধরে তার এলাকায় বিদ্যুৎ নেই। সোনি বলেন, ‘আবহাওয়া পরিস্থিতি এবং বিদ্যুৎ না থাকায় খুব বিপদে পড়েছি। আমার আট বছর বয়সি একটি মেয়ে আছে, সে হাঁপানির রোগী এবং আমার মাকে নিয়মিত অক্সিজেন দিতে হয়।’ গুজরাটের অন্যতম শিল্পনগরী জামনগর। বিশ্বের সবচেয়ে বড় তেল পরিশোধনাগার এই শহরেই। পরিশোধনাগারটির মালিক ভারতের ধনকুবের মুকেশ আম্বানি। জামনগর ছাড়াও গুজরাটের ভারুচ, কুচ ও সুরাট জেলায় ভারী বর্ষণ হচ্ছে।


এদিকে পাকিস্তানের আবহাওয়া দফতর বৃহস্পতিবার এক পূর্বাভাসে সিন্ধের প্রাদেশিক সরকারকে ঝড় মোকাবিলার প্রস্তুতি নিতে বলেছে। সিন্ধের বিভিন্ন জেলায় ব্যাপক বর্ষণ হচ্ছে বলেও জানা গেছে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, বর্ষণের কারণে ঝড় আসার আগেই সিন্ধের কয়েকটি স্থানে আকস্মিক বন্যা দেখা দিতে পারে

ঘূর্ণিঝড়ের আশঙ্কায় ভারত-পাকিস্তান সতর্ক