ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৮ মে, ২০২৪ | ৪:১০ পিএম
অনলাইন সংস্করণ
ঘূর্ণিঝড় রিমাল: বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে অচল ২৭ হাজার মোবাইল টাওয়ার
২৮ মে, ২০২৪ | ৪:১০ পিএম
![ঘূর্ণিঝড় রিমাল: বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে অচল ২৭ হাজার মোবাইল টাওয়ার](https://i.vatbondhu.com/images/original-webp/2024/05/28/20240528161028_original_webp.webp)
ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানার পর উপকূল এলাকাসহ সারা দেশে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে ২৬ হাজারের বেশি মোবাইল টাওয়ার অচল হয়ে আছে। যা আজ মঙ্গলবার (২৮ মে) পর্যন্ত চালু করা সম্ভব হয়নি। এতে মোবাইল নেটওয়ার্ক না পাওয়ায় গ্রাহকরা যোগাযোগের ক্ষেত্রে ভোগান্তি পড়ছে।
মোবাইল অপারেটররা জানান, বর্তমানে ৩০ হাজার টাওয়ারে নেই কোনও বিদ্যুৎ সংযোগ। এর মধ্যে ৩ হাজার টাওয়ার জেনারেটর দিয়ে সচল করা হয়েছে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সবশেষ তথ্য বলছে, রাঙ্গামাটি, মেহেরপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, বরিশাল ও বরগুনায় প্রায় ৮০ শতাংশ সাইট অচল রয়েছে।
এদিকে ব্রডব্র্যান্ড ইন্টারনেট সেবাদাতারা বলছেন, কাটা পড়া ফাইবার মেরামত এবং বিদ্যুৎসংযোগ পূর্ণস্থাপন হওয়ায়, ২২৫টি পাইপের মধ্যে সচল করা গেছে মাত্র ২৫টি।
তবে আজ (২৮ মে) বিকাল নাগাদ দুর্গত এলাকায় মোবাইল নেটওয়ার্ক ও ব্রডব্যান্ড ইন্টারনেট পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করছেন সেবাদাতারা।
এদিকে, মোবাইল টাওয়ারে দ্রুত বিদ্যুৎসংযোগ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগকে অনুরোধ করেছে বিটিআরসি।
- ট্যাগ সমূহঃ
- ঘূর্ণিঝড়
- বিদ্যুৎ
- মোবাইল টাওয়ার
![ঘূর্ণিঝড় রিমাল: বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে অচল ২৭ হাজার মোবাইল টাওয়ার](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)