ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৪ জানুয়ারি, ২০২৫ | ৯:৪৪ এএম
অনলাইন সংস্করণ
ঘোষণা ছাড়াই সঞ্চয়পত্র বিক্রি সাময়িক বন্ধ
১৪ জানুয়ারি, ২০২৫ | ৯:৪৪ এএম
![ঘোষণা ছাড়াই সঞ্চয়পত্র বিক্রি সাময়িক বন্ধ](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/14/20250114094420_original_webp.webp)
ছবি: সংগ্রহ
সরকার অনলাইনে সঞ্চয়পত্র বিক্রির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রেখেছে এবং কিছু গ্রাহকের ব্যাংক হিসাবে মুনাফা বিতরণ করা হচ্ছে না। এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে সঞ্চয়পত্রের ওয়েবভিত্তিক পদ্ধতির সার্ভার বন্ধ থাকার কারণে। জানা গেছে, সার্ভার বন্ধ থাকার কারণ হিসেবে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ৯ জানুয়ারি থেকে সঞ্চয়পত্রের অনলাইন পদ্ধতির আপগ্রেডেশন কাজ শুরু হয়েছে, যার ফলে এই সমস্যার সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন
জাতীয় সঞ্চয় অধিদপ্তর তাদের নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তি দিয়ে জানায় যে, ওয়েবভিত্তিক সঞ্চয়পত্র বিক্রি সাময়িকভাবে বন্ধ রয়েছে, তবে পেমেন্ট কার্যক্রম চালু আছে। অর্থ বিভাগ ৯ জানুয়ারি এক চিঠি পাঠিয়েছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) কে সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়ানোর বিষয়ে, তবে আইআরডি এখনও কোনো প্রজ্ঞাপন জারি করেনি।
সঞ্চয়পত্রের অনলাইন কার্যক্রম ২০১৯ সালে শুরু হয়েছিল এবং এটি বর্তমানে এসপিএফএমএস (স্ট্রেনদেনিং পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট) পদ্ধতিতে চলছে। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, আগামী বুধবারের মধ্যে সার্ভার ঠিক হয়ে যাবে এবং সঞ্চয়পত্রের গ্রাহকেরা স্বাভাবিক সেবা পাবেন।
এদিকে, সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে গিয়ে অনেক গ্রাহক বিভিন্ন ব্যাংক থেকে ফেরত এসেছেন। এক গ্রাহক, মহিবুল ইসলাম, গণমাধ্যমকে বলেন, "সরকার যদি সার্ভার বন্ধের বিষয়ে পত্রিকা ও টেলিভিশনে জানাতো, তাহলে আমরা সহজেই জানতে পারতাম। অধিদপ্তর দায়সারা বিজ্ঞপ্তি দিয়ে আমাদের ভোগান্তিতে ফেলেছে।"
এ বিষয়ে সঞ্চয় অধিদপ্তরের মহাপরিচালক জাকিয়া খানমের সঙ্গে যোগাযোগ করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়, এবং সংস্থাটির পরিচালক মোহাম্মদ শরীফুল ইসলামও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
- ট্যাগ সমূহঃ
- ঘোষণা
- ছাড়াই
- সঞ্চয়পত্র
- সাময়িক বন্ধ
![ঘোষণা ছাড়াই সঞ্চয়পত্র বিক্রি সাময়িক বন্ধ](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)