ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৫ জানুয়ারি, ২০২৫ | ১১:৩১ এএম
অনলাইন সংস্করণ
চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা মূল্যায়নে আসছে ৪ সদস্যের মার্কিন কোস্টগার্ড প্রতিনিধি দল
১৫ জানুয়ারি, ২০২৫ | ১১:৩১ এএম
![চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা মূল্যায়নে আসছে ৪ সদস্যের মার্কিন কোস্টগার্ড প্রতিনিধি দল](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/15/20250115113029_original_webp.webp)
ছবি: সংগ্রহ
চট্টগ্রাম বন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা মূল্যায়নে আসছে মার্কিন কোস্টগার্ডের চার সদস্যের প্রতিনিধি দল। আগামী ২১ থেকে ২৬ জানুয়ারি তাদের পরিদর্শন অনুষ্ঠিত হবে, যা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও নৌপরিবহন অধিদপ্তর নিশ্চিত করেছে।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন লেফটেন্যান্ট কমান্ডার খিয়েম ভি নাজির, সহ-সদস্য হিসেবে উপস্থিত থাকবেন মার্কিন কোস্টগার্ডের অন্যান্য কর্মকর্তা মার্টিন এস ডোনোহু, আরভিং এ সিনট্রন এবং ক্রেমার। এই সফরের উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক শিপ অ্যান্ড পোর্ট ফ্যাসিলিটি সিকিউরিটি (আইএসপিএস) কোডের গাইডলাইন অনুসারে চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করা।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানান, চট্টগ্রাম বন্দর আইএসপিএস কোডের সাথে পূর্ণাঙ্গভাবে মেনে চলে এবং নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন একটি নিয়মিত প্রক্রিয়া। এর আগে, মার্কিন কোস্টগার্ড প্রতিনিধিরা সাতবার বন্দর পরিদর্শন করেছে, সর্বশেষ ২০২২ সালে।
এই সফরের সময় প্রতিনিধি দলটি বন্দরের ইয়ার্ড, জেটি, কন্টেইনার ফ্রেইট স্টেশন (সিএফএস), পোর্ট গেট, এবং বিভিন্ন ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) পরিদর্শন করবে। তারা নিরাপত্তা প্রোটোকল, কার্গো স্ক্যানিং, সিসিটিভি নজরদারি এবং জনবল নিয়োগসহ অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করবে।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর আমেরিকার উদ্যোগে আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) আইএসপিএস কোড বাস্তবায়ন করে। এর অধীনে সমুদ্রপথে পণ্য পরিবহনে সন্ত্রাসী কর্মকাণ্ডের সম্ভাবনা কমাতে বন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। ২০০৪ সাল থেকে চট্টগ্রাম বন্দরসহ বিশ্বের বিভিন্ন দেশের বন্দরের জন্য এই কোড বাধ্যতামূলক করা হয়।
নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোহাম্মদ মাকসুদ আলম বলেন, "এই পরিদর্শন একটি রুটিন সফর, যা আগেও হয়েছে এবং তাদের মতামত সব সময় আমাদের নিরাপত্তা ব্যবস্থার প্রতি ইতিবাচক ছিল। আমরা আত্মবিশ্বাসী যে, 이번 পরিদর্শনেও তারা আমাদের প্রচেষ্টায় সন্তুষ্ট হবেন।"
এ সফরটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা বন্দরের নিরাপত্তা মান উন্নয়ন এবং আন্তর্জাতিক বাণিজ্যে আরও সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
- ট্যাগ সমূহঃ
- চট্টগ্রাম
- বন্দরের
- মার্কিন
- কোস্টগার্ড
![চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা মূল্যায়নে আসছে ৪ সদস্যের মার্কিন কোস্টগার্ড প্রতিনিধি দল](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)