ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৯ ফেব্রুয়ারি, ২০২৫ | ২:৮ পিএম
অনলাইন সংস্করণ
চট্টগ্রাম বন্দরে চালু হলো শতভাগ অনলাইন গেট পাস পদ্ধতি
১৯ ফেব্রুয়ারি, ২০২৫ | ২:৮ পিএম

ছবি: সংগ্রহ
চট্টগ্রাম বন্দরে যানবাহন প্রবেশের জন্য শুরু হলো শতভাগ অনলাইন গেট পাস (ডিজিটাল গেট ফি) পদ্ধতি। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এতে মালামাল আনা-নেওয়ার জন্য বন্দরে আসা গাড়ি চালকরা এখন থেকে অনলাইনে গেট পাস নিয়ে সুবিধা পাবেন। এই পদক্ষেপের ফলে বন্দরের পরিবহন কার্যক্রম আরও গতিশীল হবে এবং যানজট কমবে, যা বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান আশা প্রকাশ করেছেন।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম বন্দরের ৪ নম্বর গেট এলাকায় আনুষ্ঠানিকভাবে ডিজিটাল গেট পাস প্রকল্পের উদ্বোধন করেন তিনি।
বন্দর চেয়ারম্যান জানান, "মোবাইল অ্যাপের মাধ্যমে গাড়ির প্রবেশের সময় নজর রাখা যাবে, যাতে কোনো ধরনের যানজট না হয়। চালকরা এটি দেখে বন্দরে দ্রুত তাদের কাজ সম্পন্ন করে বের হতে পারবেন।" তিনি আরও জানান, সিস্টেমটি নতুন হওয়ায় চালকদের কিছুটা সময় লাগবে অভ্যস্ত হতে, তবে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে।
এছাড়া, চট্টগ্রাম বন্দরে 'টার্মিনাল অপারেটিং সিস্টেম (টিওএস)' চালু করা হয়েছে, যা বন্দরের কার্যক্রমকে আরও স্বয়ংক্রিয় ও পরিকল্পিতভাবে পরিচালিত করবে। এই সিস্টেমের মাধ্যমে জাহাজের পণ্য ও কনটেইনার হ্যান্ডলিংয়ের খরচ কমানো, বন্দরের ক্যাপাসিটি বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্যের উন্নতি সাধন হবে।
বন্দর সূত্র জানায়, চট্টগ্রাম বন্দরে প্রতিদিন প্রায় ৮ হাজার গাড়ি প্রবেশ করে, এবং আগে প্রতিটি গাড়ির গেট পাস সংগ্রহের জন্য অফিসে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। কিন্তু এখন ডিজিটাল গেট পাস পদ্ধতির মাধ্যমে গাড়ির চালকরা অনলাইনে ৫৭ টাকা ৫০ পয়সা ফি পরিশোধ করে দ্রুত বন্দরে প্রবেশ করতে পারবেন। এতে প্রতিটি গাড়ির ১৫ থেকে ২০ মিনিট সময় বাঁচবে।
এছাড়া, টিওএস সিস্টেমটি পৃথিবীর সবচেয়ে বেশি পোর্টে ব্যবহৃত একটি সিস্টেম, যার টেকনিক্যাল সাপোর্ট পার্টনার হিসেবে রয়েছে দেশীয় প্রতিষ্ঠান ডাটাসফট সিস্টেম বাংলাদেশ।
- ট্যাগ সমূহঃ
- চট্টগ্রাম বন্দরে
- শতভাগ
- অনলাইন
- গেট পাস
