ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৪ ডিসেম্বর, ২০২৪ | ১০:৪২ এএম
অনলাইন সংস্করণ
চট্টগ্রাম বিমানবন্দরে ৫০ লাখ ৫৮ হাজার টাকা মূল্যের বিদেশি মুদ্রা উদ্ধার
ওই বিমান যাত্রী ব্যাগেজে সবজির ভেতর লুকিয়ে বৈদেশিক মুদ্রাগুলো পাচার করার চেষ্টা করেছিলেন
৪ ডিসেম্বর, ২০২৪ | ১০:৪২ এএম
![চট্টগ্রাম বিমানবন্দরে ৫০ লাখ ৫৮ হাজার টাকা মূল্যের বিদেশি মুদ্রা উদ্ধার](https://i.vatbondhu.com/images/original-webp/2024/12/04/20241204104156_original_webp.webp)
ছবি: সংগ্রহ
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫০ লাখ ৫৮ হাজার ৯৩০ টাকা মূল্যের সৌদি রিয়াল, ওমানি রিয়াল ও ইউএই দিরহামসহ দুবাইগামী এক যাত্রীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বেবিচকের সহযোগিতায় টার্মিনাল ভবনের আন্তর্জাতিক বর্হিগমন ৭ নম্বর গেটে এনএসআই এবং কাস্টমস টিম এ অভিযান পরিচালনা করে।
ওই বিমান যাত্রী ব্যাগেজে সবজির ভেতর লুকিয়ে বৈদেশিক মুদ্রাগুলো পাচার করার চেষ্টা করেছিলেন।
চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মো. ইব্রাহিম খলিল বলেন, "চট্টগ্রামের লোহাগাড়ার সাকিব নেওয়াজ নামের ওই যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৭ ফ্লাইটে দুবাই যাওয়ার কথা ছিল।"
তার সবজির কার্টনে ১ লাখ ৪০ হাজার সৌদি রিয়াল (প্রতি রিয়াল ৩২.৭০ টাকা দরে ৪৫ লাখ ৭৮ হাজার টাকা), ৫৭৫ ওমানি রিয়াল (প্রতি রিয়াল ৩১০ টাকা দরে ১ লাখ ৭৮ হাজার ২৫০ টাকা) এবং ৯ হাজার ২০০ ইউএই দিরহাম (প্রতি দিরহাম ৩২ দশমিক ৯০ টাকা দরে ৩ লাখ ২ হাজার ৬৮০ টাকা) পাওয়া যায়- যা বাংলাদেশি মুদ্রায় ৫০ লাখ ৫৮ হাজার ৯৩০ টাকা এবং ইউএস ৪২ হাজার ১৫৮ ডলারের সমান।
উদ্ধার করা বিদেশি মুদ্রা বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। জানা গেছে, এই যাত্রী প্রায়শই মধ্যপ্রাচ্যে যাতায়াত করেন।
তিনি সরকার নির্ধারিত পরিমাণ বৈদেশিক মুদ্রার চেয়ে বেশি (৭ হাজার ইউএস ডলারের সমান) মুদ্রা পাচারের চেষ্টা করায় তার কাছে থাকা সব বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়। এনএসআইর সুপারিশে কাস্টমস কর্তৃক যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলার প্রক্রিয়া চলছে।
![চট্টগ্রাম বিমানবন্দরে ৫০ লাখ ৫৮ হাজার টাকা মূল্যের বিদেশি মুদ্রা উদ্ধার](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)