ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ১২:১৯ পিএম
অনলাইন সংস্করণ
চাঁদাবাজি বন্ধ হলে মূল্যস্ফীতি কমে আসবে
১৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ১২:১৯ পিএম
![চাঁদাবাজি বন্ধ হলে মূল্যস্ফীতি কমে আসবে](https://i.vatbondhu.com/images/original-webp/2025/02/13/20250213120613_original_webp.webp)
ছবি: সংগ্রহ
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, পরিবহন ও বাজারে চাঁদাবাজি বন্ধ হলে মূল্যস্ফীতি কমে আসবে। তিনি আরও বলেন, চাঁদাবাজি এবং পরিবহন খাতে হয়রানি অব্যাহত থাকলে পণ্যের দাম কমবে না, বরং বৃদ্ধি পাবে।
গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) কনফারেন্স হলে 'ভোক্তার কাঁধে বাড়তি করের বোঝা: উত্তরণে করণীয়' শীর্ষক গোলটেবিল আলোচনায় এ মন্তব্য করেন তিনি।
মোহাম্মদ হাতেম বলেন, "গণমাধ্যমে শুনেছি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রতি রাতে দেড় কোটি টাকা চাঁদা পেতেন। এখন পরিস্থিতি পরিবর্তন হয়েছে, তবে চাঁদাবাজি কি পরিবর্তন হয়েছে? এখনও যাত্রাবাড়ীসহ বিভিন্ন বাজারে চাঁদাবাজি চলছে, এটি বন্ধ করা জরুরি।"
তিনি আরও বলেন, "যতদিন পরিবহনে চাঁদাবাজি বন্ধ না হবে, ততদিন পণ্যের দাম নিয়ন্ত্রণ করা কঠিন। আমাদের রপ্তানিমুখী শিল্পের পণ্যের গাড়ি যেমন শরীফ মেলামাইন কাঁচপুর ব্রিজে আটকে দেওয়া হয়, সেখানে হয়রানি করা হচ্ছে। এলসির কপি এবং ইউডির কপি চাওয়া হচ্ছে, যেগুলো সব সময় নেওয়া সম্ভব নয়। এরপর জরিমানা করা হচ্ছে, যা কোনভাবেই সঠিক নয়। এভাবে অন্যায়ভাবে হয়রানি বন্ধ হওয়া উচিত।"
এ সময়, তিনি সরকারকে অনুরোধ জানান, ব্যবসা ও শিল্পের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে চাঁদাবাজি এবং হয়রানি বন্ধ করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের।
- ট্যাগ সমূহঃ
- চাঁদাবাজি
- বন্ধ হলে
- মূল্যস্ফীতি
- কমে আসবে
![চাঁদাবাজি বন্ধ হলে মূল্যস্ফীতি কমে আসবে](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)