ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৫ অক্টোবর, ২০২৪ | ১১:৬ এএম
অনলাইন সংস্করণ
চার স্কিমেই অব্যাহত থাকবে সর্বজনীন পেনশন
১৫ অক্টোবর, ২০২৪ | ১১:৬ এএম
ছবি: সংগ্রহ
সর্বজনীন পেনশন কর্মসূচির বিদ্যমান চারটি স্কিম বজায় রেখেই বড় কোনো পরিবর্তন ছাড়াই এটি চালিয়ে নেওয়া হবে।তবে পেনশন কর্মসূচিতে জনগণের অংশগ্রহণ বাড়ানোর জন্য প্রয়োজনীয় পরিবর্তন আনা হতে পারে।
আরও পড়ুন
আজ মঙ্গলবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের উপস্থিতিতে মন্ত্রণালয়ে এক বোর্ড সভায় এসব সিদ্ধান্ত হয় ।
সভাশেষে সর্বজনীন পেনশন কর্তৃপক্ষের সদস্য গোলাম মোস্তফা বলেন, 'সব দেশের পেনশন ব্যবস্থায় সবসময় সংস্কারের সুযোগ থাকে। বিশ্বের বিভিন্ন দেশে বয়স এবং সুবিধা বাড়ানো হয়। যদি কোনো পরিবর্তন আনলে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ে, তাহলে তা করা হবে।'
সভায় কর্মকর্তারা জানান, ৩ লাখ ৭২ হাজার ৩৭৮ জন সর্বজনীন পেনশন স্কিমে নিবন্ধন সম্পন্ন করেছেন। তাদের জমা করা চাঁদার পরিমাণ দাঁড়িয়েছে ১৩০ কোটি ৯৬ লাখ ৮৩ হাজার টাকা, যার মধ্যে ১২৪ কোটি ৯৯ লাখ ৫৫ হাজার টাকা সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করা হয়েছে।
এর মধ্যে প্রায় ১২৫ কোটি টাকা সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করা হয়েছে। এই বছরের 30 জুন পর্যন্ত গণনা করা এই বিনিয়োগগুলি থেকে লাভ এই মাসে সুবিধাভোগীদের মধ্যে বিতরণ করা হবে।
চলতি বছরের ৩০ জুন পর্যন্ত অর্জিত মুনাফা হিসাব করে চলতি মাসেই স্কিম গ্রহণকারীদের হিসাবে তা বণ্টন করা হবে বলে জানান গোলাম মোস্তফা। গ্রাহকেরা তাদের হিসাব থেকে জমা অর্থ এবং মুনাফার পরিমাণ দেখতে পারবেন।
সর্বস্তরের জনগণকে একটি টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় আনতে গত বছরের ১৭ আগস্ট সর্বজনীন পেনশন স্কিম চালু করে সাবেক আওয়ামী লীগ সরকার।
পরবর্তীকালে সব স্ব-শাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং তাদের অধীনস্থ অঙ্গ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য সর্বজনীন পেনশন স্কিমে 'প্রত্যয় স্কিম' নামে নতুন স্কিম চালুর ঘোষণা দেওয়া হলেও, তা কার্যকর করা যায়নি।
- ট্যাগ সমূহঃ
- পেনশন