ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৩ জানুয়ারি, ২০২৫ | ৯:৩২ এএম
অনলাইন সংস্করণ
চালের দাম বাড়তি: মজুত ঠিক রাখতে ১০ লাখ টন চাল-গম আমদানির সিদ্ধান্ত
২৩ জানুয়ারি, ২০২৫ | ৯:৩২ এএম
![চালের দাম বাড়তি: মজুত ঠিক রাখতে ১০ লাখ টন চাল-গম আমদানির সিদ্ধান্ত](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/23/20250123093144_original_webp.webp)
ছবি: সংগ্রহীত
দেশের বাজারে গত এক মাস ধরে চালের দাম ঊর্ধ্বমুখী। মোটা চাল ইরি/স্বর্ণার দাম ৫৪ থেকে ৫৮ টাকা এবং সরু চাল নাজিরশাইল/মিনিকেটের দাম ৮৪ টাকায় পৌঁছেছে। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুসারে, এক মাসে চালের দাম কেজিতে দুই থেকে চার টাকা বেড়েছে।
আরও পড়ুন
সরকারি খাদ্য মজুত ঠিক রাখতে অন্তর্বর্তী সরকার ১০ লাখ টন চাল ও গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার এ তথ্য জানান।
খাদ্য উপদেষ্টা জানান, দেশে বর্তমানে ১৩ লাখ মেট্রিক টন খাদ্যশস্য মজুত রয়েছে, যার মধ্যে চাল ৮ লাখ ৮২ হাজার মেট্রিক টন এবং গম ৩ লাখ ৪১ হাজার মেট্রিক টন। তবে অভ্যন্তরীণ বাজার থেকে আমন ও আউশ সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় আমদানির উপর নির্ভরশীলতা বাড়ছে।
চাল আমদানির সোর্স হিসেবে ভারত, মিয়ানমার, পাকিস্তান, ভিয়েতনামসহ বিভিন্ন দেশকে বেছে নেওয়া হয়েছে। ইতিমধ্যে মিয়ানমারের সঙ্গে ১ লাখ টন চাল আমদানির চুক্তি সম্পন্ন হয়েছে এবং এর মধ্যে ২২ হাজার টন চাল এসে পৌঁছেছে। বাকি চাল আসবে ভিয়েতনাম, ভারত ও পাকিস্তান থেকে। এছাড়া রাশিয়া থেকে গভর্নমেন্ট-টু-গভর্নমেন্ট চুক্তির (জিটুজি) ভিত্তিতে ডেফার্ড পেমেন্টের মাধ্যমে ২ লাখ টন গম আমদানি করা হবে।
খাদ্য উপদেষ্টা জানান, আমদানিকৃত চালের মান ভালো এবং এর কেজি পড়ছে ৫৬ থেকে ৬০ টাকা। তবে সরকারি ওএমএস কর্মসূচির মাধ্যমে এই চাল ৩০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।
তিনি আরও বলেন, ১৪ এপ্রিল বা পহেলা বৈশাখে বোরো মৌসুমের ধান সংগ্রহ শুরু হবে। বোরো উৎপাদন ভালো হলে আমদানির ওপর নির্ভরশীলতা কমবে। অন্যথায় চাল আমদানির পরিমাণ আরও বাড়তে পারে।
![চালের দাম বাড়তি: মজুত ঠিক রাখতে ১০ লাখ টন চাল-গম আমদানির সিদ্ধান্ত](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)