ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৪ জানুয়ারি, ২০২৫ | ৮:৫৭ এএম
অনলাইন সংস্করণ
চাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি, ভ্যাট বাড়ানোর প্রস্তুতি
আমরা যেসব পণ্যের দাম বাড়াচ্ছি, এগুলো মূল্যস্ফীতি বাড়ানোর ক্ষেত্রে খুবই কম গুরুত্বপূর্ণ: অর্থ উপদেষ্টা
৪ জানুয়ারি, ২০২৫ | ৮:৫৭ এএম
![চাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি, ভ্যাট বাড়ানোর প্রস্তুতি](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/04/20250104085712_original_webp.webp)
ছবি: সংগ্রহীত
বর্তমানে আমনের ভরা মৌসুম হলেও চালের দাম বেড়েই চলেছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, মিল পর্যায়ে চালের দাম বৃদ্ধি পেয়েছে। মিলাররা বলছেন, ধানের দাম বাড়ার কারণে চালের দাম বৃদ্ধি পাচ্ছে। উদাহরণস্বরূপ, গত বছর মোটা ধানের মণ ছিল ১,১০০ টাকা, যা এবার ১,৩০০ থেকে ১,৩৫০ টাকা। সরু ধানের ক্ষেত্রে দাম বেড়ে হয়েছে ১,৫০০ থেকে ১,৯০০ টাকা।
আরও পড়ুন
সপ্তাহের ব্যবধানে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বেড়ে ১৭৩-১৭৫ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি ২০০ থেকে ২১০ টাকা এবং সোনালি মুরগি ৩৩০ থেকে ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে।
চাল, তেল, মুরগির দাম বাড়লেও সবজির বাজারে ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তি দেখা গেছে। ফুলকপি, বাঁধাকপি, শিম, লাউয়ের মতো সবজির দাম কেজি প্রতি ২০ থেকে ৪০ টাকা কমেছে। তবে আমদানিকৃত পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা বেড়ে ৬০-৮০ টাকায় বিক্রি হচ্ছে।
অন্তর্বর্তী সরকার কম ভ্যাটের অন্তত ৪৩ ধরনের পণ্য ও সেবার ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপের সিদ্ধান্ত নিতে যাচ্ছে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, অত্যাবশ্যকীয় পণ্যের শুল্ক শূন্য করা হলেও ভ্যাট বৃদ্ধির ফলে সামগ্রিক মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে না। তবে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এর ফলে সাধারণ ভোক্তাদের ওপর ব্যয়ের চাপ আরও বাড়বে।
উচ্চ মূল্যস্ফীতি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের চড়া দাম সাধারণ মানুষের জীবনযাত্রায় বাড়তি চাপ তৈরি করছে। সরকারের নেওয়া পদক্ষেপগুলো কীভাবে এই পরিস্থিতি সামাল দিতে পারে, তা সময়ই বলে দেবে।
- ট্যাগ সমূহঃ
- চাল
- তেল
- মুরগি
- নিত্যপ্রয়োজনীয় পণ্য
- ভ্যাট বৃদ্ধি
- মূল্যস্ফীতি
![চাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি, ভ্যাট বাড়ানোর প্রস্তুতি](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)