ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৩০ অক্টোবর, ২০২৪ | ৯:৪০ এএম
অনলাইন সংস্করণ
চীনে কমছে কিন্ডারগার্টেন স্কুল
৩০ অক্টোবর, ২০২৪ | ৯:৪০ এএম
![চীনে কমছে কিন্ডারগার্টেন স্কুল](https://i.vatbondhu.com/images/original-webp/2024/10/30/20241030094038_original_webp.webp)
ছবি: সংগ্রহ
একের পর এক কিন্ডারগার্টেন স্কুল বন্ধ হয়ে যাচ্ছে চীনে। কারণ লাগাতার নিম্ন জন্মহার ও তার জেরে শিশুদের সংখ্যা কমতে থাকা। দেশটির শিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে এ তথ্য। ২০২২ সালে চীনজুড়ে যেখানে ২ লাখ ৮৯ হাজার ২০০টি কিন্ডারগার্টেন স্কুল ছিল, পরের বছর ২০২৩ সালে তা হ্রাস পেয়ে নেমে এসেছে ২ লাখ ৭৪ হাজার ৪০০টিতে।
অর্থাৎ মাত্র এক বছরে দেশটিতে ১৪ হাজার ৮০০টি কিন্ডারগার্টেন স্কুল বন্ধ হয়েছে। শতকরা হিসাবে এক বছরে চীনে ১ দশমিক ২ শতাংশ কিন্ডারগার্টেন স্কুল বন্ধ হয়ে গেছে।
২০২৩ সালে চীনে জন্ম নিয়েছে মাত্র ৯০ লাখ শিশু। ১৯৪৯ সালের পর এই প্রথম এক বছরে এত কম সংখ্যক শিশুর জন্ম দেখেছে দেশটি। দেশটির জনসংখ্যা গবেষকদের মতে, এ মুহূর্তে চীনের জন্মহার হওয়া উচিত ২ দশমিক ১; কিন্তু গত বছর জন্মহার ছিল ১-এর চেয়েও কম। চীনের জনসংখ্যাবিদ হে ইয়াফু এ প্রসঙ্গে বলেন, শিশুদের সংখ্যা কমতে থাকলে কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষার্থীর সংখ্যা কমবে-এটা স্বাভাবিক। কিন্তু একের পর এক স্কুল বন্ধ হয়ে যাওয়া কোনো ইতিবাচক ব্যাপার নয়।
![চীনে কমছে কিন্ডারগার্টেন স্কুল](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)