ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১০ ডিসেম্বর, ২০২৪ | ৮:৫২ এএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
চীনে ১৪ বছরে প্রথমবার মুদ্রানীতিতে পরিবর্তন
১০ ডিসেম্বর, ২০২৪ | ৮:৫২ এএম

ছবি: সংগ্রহীত
১৪ বছরের মধ্যে প্রথমবারের মতো মুদ্রানীতিতে পরিবর্তন এনেছে চীন। অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় ‘সতর্ক’ অবস্থান থেকে ‘মাঝারি শিথিল’ অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এ ঘোষণা দিয়েছে চীনের কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরো। তারা আশা করছে, পদক্ষেপটি অর্থনৈতিক ধীরগতিতে পরিবর্তন আনবে। খবর এফটি।
চীনের বার্ষিক অর্থনৈতিক সম্মেলনে আগে মুদ্রানীতিসংক্রান্ত ঘোষণাটি এসেছে। ওই সম্মেলনে আগামী অর্থবছরের জন্য অর্থনৈতিক রূপরেখা তৈরি হবে।
চীনের নেতারা প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা আরো সক্রিয় বাজেট ও শিথিল আর্থিক নীতি গ্রহণ করবেন। খরচ বাড়ানো, বিনিয়োগ উন্নত করা এবং অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি করার ওপর মনোনিবেশ করবেন তারা।
এটি একটি গুরুত্বপূর্ণ নীতিগত পরিবর্তন। এর আগে ২০০৮ সালের বৈশ্বিক আর্থিক সংকটের সময়ও চীন অনুরূপ পদক্ষেপ গ্রহণ করেছিল।
নীতির পরিবর্তনের ফলে চীনা শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রভাব পড়েছে এবং বন্ডের ইল্ড কমে এসেছে। ১০ বছর মেয়াদি বন্ডের ইল্ড রেকর্ড ১ দশমিক ৯২ শতাংশে নেমে এসেছে। তবে বিশ্লেষকরা সতর্ক করছেন, এটি বন্ড বাজারে একটি বায়বীয় পরিস্থিতি তৈরি করতে পারে।
ধীর প্রবৃদ্ধির চাপ মোকাবেলায় চীন এরই মধ্যে বিভিন্ন ধরনের প্রণোদনা পরিকল্পনা বাস্তবায়ন করেছে। যার মধ্যে রয়েছে স্থানীয় সরকারের ঋণে আর্থিক সাহায্য ও খরচ বৃদ্ধির পদক্ষেপ।
সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, চীনের ভোক্তা মূল্য সূচক গত বছরের একই সময়ের তুলনায় নভেম্বরে দশমিক ২ শতাংশ বেড়েছে, যা ভোক্তা দুর্বল চাহিদা নির্দেশ করে।
- ট্যাগ সমূহঃ
- চীন
- মুদ্রানীতি
- পরিবর্তন
