ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২ জানুয়ারি, ২০২৫ | ১১:২ এএম
অনলাইন সংস্করণ
চীন যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা
২ জানুয়ারি, ২০২৫ | ১১:২ এএম
![চীন যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/02/20250102105522_original_webp.webp)
ছবি: সংগ্রহ
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র আমন্ত্রণে জানুয়ারির তৃতীয় সপ্তাহে বেইজিং সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এটি তার প্রথম দ্বিপক্ষীয় সফর।
গতকাল বুধবার (১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন বছরের অগ্রাধিকার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা।
মো. তৌহিদ হোসেন জানান, এই সফরের উদ্দেশ্য চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা।
তিনি বলেন, “আমি চীনে যাচ্ছি, আমাকে নিমন্ত্রণ করা হয়েছে। আমাদের যেসব ইস্যু আছে সেগুলো নিয়ে আলাপ-আলোচনা করবো। তবে কি কি বিষয়ে আলোচনা হবে, তা এখনই বলছি না। পররাষ্ট্রসচিব আন্তঃমন্ত্রণালয় বৈঠক আহ্বান করেছেন। সেখানে আলোচনা করে চূড়ান্ত করবো কোন কোন বিষয়ে আলাপ হবে এবং কি অর্জন সম্ভব।”
কূটনৈতিক সূত্র জানিয়েছে, আগামী ২০ জানুয়ারি বেইজিংয়ে সফর করবেন মো. তৌহিদ হোসেন। সেখানে চীনের পররাষ্ট্রমন্ত্রীসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।
যদিও উপদেষ্টা আলোচ্য বিষয় সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি, তবে কূটনৈতিক সূত্রের মতে, বৈঠকে নিম্নলিখিত বিষয়গুলো প্রাধান্য পেতে পারে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি বাংলাদেশ-চীনের বাণিজ্য ঘাটতি কমানো এবং বিনিয়োগ আকর্ষণ। অবকাঠামো উন্নয়ন চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (BRI) আওতায় প্রকল্পের অগ্রগতি। রোহিঙ্গা সংকট রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য চীনের সহযোগিতা। কৌশলগত সম্পর্ক উন্নয়ন প্রতিরক্ষা, শিক্ষা ও প্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধি।
প্রত্যাশা
এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে বাণিজ্য ও কূটনৈতিক অগ্রাধিকারমূলক বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে।
উল্লেখ্য, বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্ক দীর্ঘদিন ধরে নিবিড়। চীন বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক অংশীদার এবং বিভিন্ন অবকাঠামো প্রকল্পে প্রধান বিনিয়োগকারী। এই সফর দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে সহায়ক হবে বলে বিশ্লেষকদের মত।
![চীন যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)