ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৬ ডিসেম্বর, ২০২৪ | ৯:৫১ এএম
অনলাইন সংস্করণ
চোরাচালান ঠেকাতে বেনাপোল বন্দরে বসালো অত্যাধুনিক স্ক্যানিং মেশিন
২৬ ডিসেম্বর, ২০২৪ | ৯:৫১ এএম
ছবি: সংগ্রহ
যশোরের বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালে চোরাচালান প্রতিরোধে অত্যাধুনিক স্ক্যানিং মেশিন স্থাপন করা হয়েছে। কয়েক দফা পরীক্ষামূলক ট্রায়াল শেষে আগামী জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে এর চূড়ান্ত কার্যক্রম শুরু হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক ফয়সাল আহসান সজীব জানিয়েছেন, "স্ক্যানার স্থাপনের ফলে বাণিজ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে এবং পণ্য আমদানি দ্রুততর হবে। আমরা আশা করছি, জানুয়ারিতে এটি পুরোপুরি চালু হবে।"
এই অত্যাধুনিক স্ক্যানিং মেশিন পণ্যবাহী ট্রাকে লুকিয়ে রাখা যেকোনো ধাতব পদার্থ বা অবৈধ পণ্য সহজেই শনাক্ত করতে সক্ষম। এর ফলে ব্যবসায়ীদের হয়রানি কমবে এবং বাণিজ্য নিরাপত্তা বহুগুণ বৃদ্ধি পাবে।
বাংলাদেশ-ভারতের মধ্যে স্থলপথে সবচেয়ে বেশি বাণিজ্য বেনাপোল ও পেট্রাপোল বন্দর দিয়ে হয়। বেনাপোল বন্দরের এই গুরুত্ব বিবেচনায় সরকার ৩২৯ কোটি টাকা ব্যয়ে শূন্যরেখায় কার্গো ভেহিকেল টার্মিনাল স্থাপন করেছে। তবে স্ক্যানিং মেশিনের অভাবে এতদিন চোরাকারবারের সুযোগ ছিল, যা স্বর্ণ, মাদকসহ অবৈধ পণ্য চোরাচালান বৃদ্ধির আশঙ্কা তৈরি করত।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অর্থায়নে ৬টি অত্যাধুনিক স্ক্যানার স্থাপনের কাজ প্রায় শেষ। বন্দরে স্ক্যানিং কার্যক্রম শুরু হলে সীমান্ত অতিক্রমের সময় সন্দেহভাজন পণ্যবাহী ট্রাকগুলো স্ক্যানারের মাধ্যমে পরীক্ষা করা হবে। এতে ঘোষণা বহির্ভূত বা লুকানো পণ্য সহজেই শনাক্ত করা সম্ভব হবে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান বলেন, "ব্যবসায়ীদের দাবির মুখে বন্দরে স্ক্যানিং মেশিন চালু হচ্ছে। এতে বাণিজ্য নিরাপত্তা বহুগুণ বাড়বে এবং ব্যবসার পরিবেশ আরও স্বচ্ছ হবে।"
সরকারের এই উদ্যোগ সীমান্ত বাণিজ্যে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ব্যবসায়ীদের আস্থাও বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।