ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১০:০১:৫৪ এএম

ছয় দফায় ভারত থেকে এলো ৬৩০ টন আতপ চাল

২ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:১৭ এএম

ছয় দফায় ভারত থেকে এলো ৬৩০ টন আতপ চাল

ছবি: সংগ্রহ

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে গত ছয় দফায় ৬৩০ টন আতপ চাল আমদানি হয়েছে। এই চালগুলো ২৬ নভেম্বর থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত বন্দরটিতে এসে পৌঁছেছে। চট্টগ্রামের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স সামসুল আলম এই চালগুলো আমদানি করেছে, যা ভারত থেকে আনা হয়েছে।

 

 

বন্দরটির ব্যবস্থাপক আবুল কালাম আজাদ জানান, আমদানি প্রক্রিয়া শুরু হয়েছিল ২৬ নভেম্বর থেকে। মেসার্স সামসুল আলমের প্রতিনিধি মো. ছাদেক বলেন, "২০১৮ সালে বাংলাবান্ধা বন্দর দিয়ে ভারত থেকে আমরা ১৪ হাজার টন আতপ চাল আমদানি করেছিলাম। তবে, পরবর্তী সময়ে এই বন্দর দিয়ে আর চাল আমদানি হয়নি। এবার নতুন অনুমতি পেয়ে আমরা দুই হাজার টন চাল আমদানি করার জন্য এলসি খুলেছি, এর মধ্যে এখন পর্যন্ত ৬৩০ টন চাল এসেছে।"

 

 

এদিকে, আমদানিকৃত এসব চাল প্রতি টন ৩৬৬ থেকে ৩৮৫ মার্কিন ডলার দামে আমদানি করা হয়েছে। ২৫ কেজির প্রতি বস্তা চাল বর্তমানে দেশে ১ হাজার ৩১০ থেকে ১ হাজার ৩২০ টাকা দামে পাইকারিতে বিক্রি হচ্ছে। এই চাল ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে, যেমন টেকনাফ, খুলনা, চট্টগ্রাম, এবং সাতক্ষীরা।

 

 

বাংলাবান্ধা বন্দর বর্তমানে দিনে ২০০ থেকে ২৫০টি ট্রাক দিয়ে পণ্য আমদানি এবং ৫০ থেকে ১০০টি ট্রাক দিয়ে পণ্য রপ্তানি করে। বন্দরটির আমদানিকৃত পণ্যের ৯৫ শতাংশই পাথর, যা ভারত ও ভুটান থেকে আনা হয়। এছাড়া, নেপাল থেকে চিটাগুড় ও মসুর ডাল, এবং ভারত থেকে মাঝে মাঝে চাল ও পেঁয়াজও আমদানি করা হয়।

 

 

এভাবে, বাংলাবান্ধা স্থলবন্দর পণ্য আমদানি ও রপ্তানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি ভূমিকায় রয়েছে, এবং এটি দেশের অভ্যন্তরীণ বাজারের চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

 

ছয় দফায় ভারত থেকে এলো ৬৩০ টন আতপ চাল