ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৫১ এএম
অনলাইন সংস্করণ
জাতিসংঘের মানবাধিকার পরিষদ থেকে সরে যাচ্ছে যুক্তরাষ্ট্র
৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৫১ এএম
![জাতিসংঘের মানবাধিকার পরিষদ থেকে সরে যাচ্ছে যুক্তরাষ্ট্র](https://i.vatbondhu.com/images/original-webp/2025/02/06/20250206105110_original_webp.webp)
ছবি: সংগ্রহ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের মানবাধিকার পরিষদ থেকে যুক্তরাষ্ট্রের বের হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে এক সাক্ষাৎ শেষে তিনি এ ঘোষণা দেন।
ট্রাম্প সাংবাদিকদের জানান, তিনি সব সময়ই মনে করেছেন যে জাতিসংঘের অনেক সম্ভাবনা রয়েছে, তবে বর্তমানে এটি সেই সম্ভাবনার জায়গায় নেই। তিনি বলেন, জাতিসংঘে কিছু দেশ খুব বেশি অগ্রাধিকার পাচ্ছে, তবে ন্যায্যতা দাবি করে যেসব দেশ রয়েছে, তাদের প্রতি জাতিসংঘের ন্যায়সংগত আচরণ করা উচিত।
এ সময় ট্রাম্প গাজার ভূখণ্ড নিয়ে আরও কিছু মন্তব্য করেন। তিনি বলেন, "আমরা গাজা উপত্যকা দখল করব এবং সেখানে বিপজ্জনক অবিস্ফোরিত বোমা ও অন্যান্য অস্ত্র নির্মূল করব।" তিনি আরও জানান, গাজা উপত্যকা থেকে ধ্বংস হওয়া বিল্ডিংগুলো থেকে মুক্তি পাবে এবং সেখানে অর্থনৈতিক উন্নয়ন কার্যক্রম শুরু হবে, যার ফলে ওই অঞ্চলের মানুষজনের জন্য প্রচুর চাকরি ও আবাসন সৃষ্টি হবে।
এদিকে, গাজার ভূখণ্ডে যুক্তরাষ্ট্র সেনা পাঠাবে কি না, এমন প্রশ্নে ট্রাম্প জানান, "যদি প্রয়োজন হয়, আমরা তা করব।" তিনি আরও বলেন, "আমরা সেই অংশটি দখল করতে যাচ্ছি, আমরা এটি উন্নয়ন করব এবং হাজার হাজার কর্মসংস্থান তৈরি করব।" এ বিষয়ে ট্রাম্প আরও বলেন, গাজা উপত্যকা এবং এর উন্নয়ন নিয়ে মধ্যপ্রাচ্য আঞ্চলিকভাবে গর্বিত হবে।
- ট্যাগ সমূহঃ
- জাতিসংঘে
- মানবাধিকার
- পরিষদ
- সরে যাচ্ছে
- যুক্তরাষ্ট্র
![জাতিসংঘের মানবাধিকার পরিষদ থেকে সরে যাচ্ছে যুক্তরাষ্ট্র](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)