ঢাকা বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫ - ৯:০২:৫৪ পিএম

জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে আট মিলিয়ন ঘনফুট গ্যাস

৪ নভেম্বর, ২০২৪ | ২:২৪ পিএম

জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে আট মিলিয়ন ঘনফুট গ্যাস

ছবি: সংগ্রহ

সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরে পুরাতন গ্যাসকূপ (সিলেট-৭) পুনর্নিমাণ করতে গিয়ে সম্প্রতি নতুনভাবে গ্যাসের খোঁজ পাওয়া গিয়েছে। সবকিছু সঠিক থাকলে আজ থেকেই ওই গ্যাস কূপ জাতীয় গ্রিডে সাড়ে আট মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করবে।

 

আজ সোমবার সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের (এসজিএফএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মিজানুর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

 

তিনি বলেন, ৭ নম্বর কূপ থেকে আজ নতুন করে আরও সাড়ে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যাবে।জানা গেছে, আজ দুপুরের পর আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন হবে। এতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব এবং পেট্রোবাংলার চেয়ারম্যান উপস্থিত থাকার কথা রয়েছে।

 

গত ২২ অক্টোবর সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরে পুরোনো গ্যাসকূপ (সিলেট-৭) সংস্কার করতে গিয়ে এই গ্যাসের সন্ধান পাওয়া যায়। পরে দুই দফায় পরীক্ষা-নিরীক্ষা শেষে এক হাজার ২০০ মিটার গভীরে গ্যাসের সন্ধান পাওয়ার বিষয়টি নিশ্চিত করে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড কর্তৃপক্ষ।

 

 

সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের কর্মকর্তারা জানিয়েছেন, সিলেট থেকে এ পর্যন্ত জাতীয় গ্রিডে ১৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়ে আসছিল। এখন সেটি আরও বাড়ছে।

 

সিলেটের হরিপুর ৭নং কূপ সংস্কার করতে গিয়ে দুই স্তরে গ্যাসের সন্ধান মেলে। সর্বশেষ গত ২২ অক্টোবর ওই কূপের ১২০০ মিটার গভীরে আরও সাড়ে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাসের সন্ধান মেলে। যা আজ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।ৃ

জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে আট মিলিয়ন ঘনফুট গ্যাস