ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ৪:৪৪ পিএম
অনলাইন সংস্করণ
জানুয়ারিতে এলসি খোলা ও নিষ্পত্তি গত বছরের একই সময়ের চেয়ে কমেছে
১৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ৪:৪৪ পিএম

ছবি: সংগ্রহ
২০২৫ সালের জানুয়ারিতে দেশের আমদানি এলসি (ঋণপত্র) খোলার পরিমাণ কমেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জানুয়ারিতে ৬.১৩ বিলিয়ন ডলারের আমদানি এলসি খোলা হয়েছে, যা গত বছরের একই মাসের তুলনায় ৫.৪ শতাংশ কম। এলসি খোলার পরিমাণে এই হ্রাস মূলত আমদানি চাহিদা কমে যাওয়া ও ওভারডিউ এলসি (ঋণপত্র) পেমেন্টের চাপের কারণে হয়েছে।
এছাড়া, জানুয়ারিতে আমদানি এলসি নিষ্পত্তি ১ শতাংশ কমে ৫.৯৩ বিলিয়ন ডলার হয়েছে। গত বছর জানুয়ারিতে এলসি নিষ্পত্তির পরিমাণ ছিল প্রায় ৬ বিলিয়ন ডলার। তবে, অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) ৪১ বিলিয়ন ডলারের এলসি খোলা হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ২.৬৩ শতাংশ বা ১ বিলিয়ন ডলার বেশি।
ব্যাংকগুলোর মধ্যে কিছু দুর্বল ব্যাংক তাদের এলসি খোলার সক্ষমতা হারিয়ে ফেলেছে এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোও ওভারডিউ পেমেন্টের কারণে নতুন এলসি খুলতে পারছে না। পাশাপাশি কিছু ব্যাংক এলসি খোলার ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন করছে।
সব মিলিয়ে, দেশের শেয়ারবাজারের ধারাবাহিকতা ও বৈদেশিক লেনদেনের ভারসাম্য কিছুটা ভালো হলেও সার্বিক অর্থনৈতিক অস্থিরতার কারণে ব্যবসায়ীরা নতুন বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন।
