ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:৫২ এএম
অনলাইন সংস্করণ
জাপানের সঙ্গে ইপিএর শেষ পর্যায়ের আলোচনা এপ্রিলে
১৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:৫২ এএম
![জাপানের সঙ্গে ইপিএর শেষ পর্যায়ের আলোচনা এপ্রিলে](https://i.vatbondhu.com/images/original-webp/2025/02/13/20250213094310_original_webp.webp)
ছবি: সংগ্রহ
বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় ২০২৫ সালের ডিসেম্বর নাগাদ জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) সম্পাদনের লক্ষ্য নির্ধারণ করেছে। ইতোমধ্যে দুই দেশের মধ্যে চার দফা আলোচনা সম্পন্ন হয়েছে এবং পঞ্চম, তথা চূড়ান্ত পর্যায়ের আলোচনা আগামী ২১ থেকে ২৫ এপ্রিল জাপানে অনুষ্ঠিত হবে। এর আগে তিনবার ঢাকায় এবং একবার টোকিওতে আলোচনা অনুষ্ঠিত হয়। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
এই চুক্তি বাংলাদেশের ২০২৬ সালে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পর রপ্তানি বাজার সংরক্ষণ ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জাপানের সঙ্গে এ চুক্তির মাধ্যমে বাংলাদেশের পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার, বিনিয়োগ সুবিধা, এবং বাণিজ্য সহজীকরণসহ বিভিন্ন ক্ষেত্রে সুবিধা অর্জন সম্ভব হবে।
বাংলাদেশ ইতোমধ্যে বিভিন্ন দেশ ও ট্রেড ব্লকের সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ), মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) এবং অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) সম্পাদনের নীতি গ্রহণ করেছে। এর আওতায় বাণিজ্য মন্ত্রণালয় ১৪টি দেশ ও ট্রেড ব্লকের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য চুক্তি (আরটিএ) সম্পাদনের আলোচনা প্রক্রিয়া শুরু করেছে।
২০২৩ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশ ও জাপান যৌথভাবে একটি স্টাডি গ্রুপের রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে ১৭টি খাতের রূপরেখা চূড়ান্ত করা হয়েছে। এসব খাতের মধ্যে পণ্যের বাণিজ্য, বাণিজ্য সহজীকরণ, বিনিয়োগ, ইলেকট্রনিক বাণিজ্য, শুল্ক পদ্ধতি, সরকারি কেনাকাটা, মেধাস্বত্ব, শ্রম, পরিবেশ এবং বিরোধ নিষ্পত্তি অন্তর্ভুক্ত রয়েছে। এ চুক্তি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় একটি নতুন দিগন্ত উন্মোচন করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
![জাপানের সঙ্গে ইপিএর শেষ পর্যায়ের আলোচনা এপ্রিলে](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)