ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৩ সেপ্টেম্বর, ২০২৪ | ৯:৩০ পিএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
জাপানে চালকবিহীন বুলেট ট্রেনের পরিকল্পনা
১৩ সেপ্টেম্বর, ২০২৪ | ৯:৩০ পিএম
![জাপানে চালকবিহীন বুলেট ট্রেনের পরিকল্পনা](https://i.vatbondhu.com/images/original-webp/2024/09/13/20240913124515_original_webp.webp)
ছবি: সংগ্রহ
হালনাগাদ প্রযুক্তির বুলেট ট্রেনের জন্য সারা বিশ্বে পরিচিত জাপান। এবার দেশটিতে এ পরিষেবা নতুন উচ্চতায় পৌঁছতে যাচ্ছে। আজকাল চালকবিহীন গাড়ি বা উড়ন্ত যান যেমন অপরিচিত নয়, তেমনি এ ধারায় জাপানে যুক্ত হচ্ছে চালকবিহীন বুলেট ট্রেন।
সম্প্রতি এ তথ্য জানিয়েছে জাপানের পূর্বাঞ্চলীয় রেলওয়ে (জেআর ইস্ট) কর্তৃপক্ষ। এ পরিকল্পনা পুরোপুরি কার্যকর হতে আগামী দশকের মাঝামাঝি পর্যন্ত সময় লাগবে। রেল পরিষেবা আরো উন্নত ও টেকসই করার লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছে জেআর ইস্ট।
সংস্থাটি জানিয়েছে, প্রথমে নিগাতা ও টোকিও স্টেশনের জোয়েটসু শিনকানসেন লাইনে যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। এরপর অন্য রুটগুলোর দিকে নজর দেয়া হবে। চলমান বুলেট ট্রেনগুলোকে স্বয়ংক্রিয় করার জন্য ধাপে ধাপে পদক্ষেপ নেয়া হবে। ২০২৮ অর্থবছরের মধ্যে চালকবিহীন প্রযুক্তির দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হবে। তখন এ প্রযুক্তি প্রয়োগ করা হলেও জরুরি প্রয়োজন মাথায় রেখে ট্রেনে চালক থাকবেন। এর পরের অর্থবছরে ট্রেনগুলোয় কোনো মানব চালক থাকবে না। একই সঙ্গে ধীরে ধীরে সব ধরনের সিদ্ধান্ত স্বয়ংক্রিয়ভাবে নেয়া হবে।
জেআর ইস্ট জানিয়েছে, নিকট ভবিষ্যতে হোকুরিকু শিনকানসেন ও তোহোকু শিনকানসেন ট্রেনেও স্বয়ংক্রিয় ড্রাইভিং প্রযুক্তি যোগ করা হবে। এসব সম্প্রসারণের পেছনে রয়েছে জেআর ইস্টের উচ্চাভিলাষী ‘ট্রান্সফরমেশন ২০২৭’ পরিকল্পনা। চালকবিহীন এ প্রযুক্তির বিকাশে ২০১৯ সালে কাজ শুরু করে আসছে জেআর ইস্ট। এ সময় ভবিষ্যৎ পরিবহনকে লক্ষ্য করে আলফা-এক্স প্রযুক্তির বিকাশ ঘটায়। বর্তমানে জাপানের সব খাতে চালক ঘাটতি রয়েছে। নিম্ন জন্মহারের কারণে তা সামনে আরো বাড়তে পারে। এ ধরনের ঘাটতির ক্ষেত্রেও চালকবিহীন বুলেট ট্রেন নতুন যুগের সূচনা করবে বলে বিশ্বাস সংশ্লিষ্টদের।
![জাপানে চালকবিহীন বুলেট ট্রেনের পরিকল্পনা](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)