ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১ সেপ্টেম্বর, ২০২৪ | ২:০ এএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
জার্মান প্রণোদনা কমার প্রভাব ইভি বিক্রিতে
১ সেপ্টেম্বর, ২০২৪ | ২:০ এএম
![জার্মান প্রণোদনা কমার প্রভাব ইভি বিক্রিতে](https://i.vatbondhu.com/images/original-webp/2024/09/01/20240901181624_original_webp.webp)
ছবি: সংগ্রহ
ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) জুলাইয়ে উল্লেখযোগ্য পরিমাণে কমেছে বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) বিক্রি। এর পেছনে দুটি কারণ সামনে এনেছেন খাতসংশ্লিষ্টরা। ইউরো অঞ্চলের প্রধান অর্থনীতি জার্মানিতে ইভির ওপর সরকারের দেয়া প্রণোদনার হার কমেছে। অন্যদিকে অর্থনৈতিক শ্লথগতির আশঙ্কায় ভোক্তারাও কম খরচ করছেন।
ইউরোপীয় অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (এসিইএ) প্রকাশিত সাম্প্রতিক পরিসংখ্যান অনুসারে, জুলাইতে ইইউয়ে বিদ্যুচ্চালিত গাড়ির নিবন্ধন কমেছে ১০ দশমিক ৮ শতাংশ। ওই মাসে মোট ১ লাখ ২ হাজার ৭০৫টি ইভি বিক্রি হয়েছে, যার বাজার হিস্যা গত বছরের একই মাসের তুলনায় ১২ দশমিক ১ শতাংশ কম।
জুলাইয়ে ইইউর যাত্রীবাহী গাড়ির নিবন্ধন আগের বছরের একই সময়ের তুলনায় দশমিক ২ শতাংশ বেড়ে ৮ লাখ ৫২ হাজার ৫১ ইউনিট হয়েছে। এ নিয়ে অঞ্চলটিতে পরপর দুই মাস যাত্রীবাহী গাড়ির নিবন্ধন বাড়ল। এর আগে জুনে নিবন্ধন বেড়েছিল ৪ দশমিক ৩ শতাংশ।
এছাড়া জুলাই পর্যন্ত বছরের প্রথম সাত মাসে ২০২৩ সালের একই সময়ের তুলনায় গাড়ির নিবন্ধন ৩ দশমিক ৯ শতাংশ বেড়ে মোট বিক্রি ৬৫ লাখ ছাড়িয়ে গেছে। মোট বাজার হিস্যায় ইভির প্রতিনিধিত্ব ছিল ১২ দশমিক ৫ শতাংশ।
জার্মানিতে জুলাইয়ে বিদ্যুচ্চালিত গাড়ির নিবন্ধন মাইনাস ৩৬ দশমিক ৮ শতাংশ কমেছে। দেশটিতে ইভি বিক্রি কমে যাওয়ার একটা কারণ হলো সরকার থেকে দেয়া এ-সংক্রান্ত প্রণোদনার হার কমে গেছে। ফলে অনেক ক্রেতার জন্য গাড়ির দাম বেশি হয়ে গেছে।
![জার্মান প্রণোদনা কমার প্রভাব ইভি বিক্রিতে](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)