ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১১:১৩:৩০ এএম

জিওপলিরিক্স ও কদম আলী: মোঃ আলীমুজ্জামান

১৬ সেপ্টেম্বর, ২০২৪ | ৪:২৮ পিএম

জিওপলিরিক্স ও কদম আলী: মোঃ আলীমুজ্জামান

ছবি: গ্রাফিক্স : ভিবিএন নিউজ

তোমাদের দেশের সকল মানুষ পলিটিক্স বোঝে বলে তোমরা মালেশিয়ার মতো উন্নত হতে পারবে না, কথাটা মহোতী মোহাম্মদ তোমাদের দেশ ভ্রমণ করতে এসে বলেছিলেন। আসলেই ভাই তোমাদের মানুষ নিজের অধিকার সম্পর্কে খুব সচেতন কিন্তু অন্যরা ঠিক সেটাই ঐ মানুষটার কাছে চাইলে সেটা অনধিকার হয়ে যায়। তোমরা মনে কর হাসিনার পতন ছাত্র জনতার আন্দোলনে হয়েছে? প্রশ্ন করে থামল কদম আলি।

 

বললাম, তোমার কি মনে হয় সেটা বল, আমরা চোখে সেটাই তো দেখলাম। 

ও বলল, শুরু করেছিল ওরা, শেষ করেছে জিওপলিটিকস এর মোড়ল, তার স্বার্থে বাংলাদেশ এত গুরুত্ব পূর্ণ হয়ে গিয়েছিল যে এ অঞ্চলের তার মিত্রকে আগের দিন বলেছিল, ইওর পিএম ইস নো মোর। এটা কি আগের দিন তোমাদের ছাত্র জনতা জানতো? তাহলে বোঝ ভূরাজনীতিতে মোড়লের স্বার্থে মিত্রকে ছাড় দেয না। তোমরা এত রাজনীতি বোঝ যে নিজের দেশের সম্পদ যা রাষ্ট্রীয় সেটার দায় বোঝ না। কারখানা ও গার্মেন্টস পুড়িয়ে কার স্বার্থ রক্ষা করছ। শুধু বড় মোড়লের সাহায্যে নিজ দেশের পূর্বের অবস্থান ঠিক রাখতে পারবে।

 

বললাম, তুমি কি বলতে চাও আমাদের পাশের দেশের স্বার্থ রক্ষা করতে এগুলো করা হচ্ছে। ২০০০ কোটি ডলারের অর্ডার চলে যাওয়া বড় প্রমাণ। বর্তমান সরকারের সবাই সুদিন বা নতুন দিন আসার স্বপ্ন দেখছে কিন্তু আমরা কেন চেষ্টা করে সেটা দেখতে পাচ্ছি না। দুর্নীতির বিচার মন্ত্রী আমলা থেকে সকল স্তরের, সেটা কি হবে। বিদেশে পাচার করা অর্থ কি ফেরত আসবে। দ্রব্য মূল্য কি কমবে, সিন্ডিকেট কি ভাঙতে পারবে। এত প্রশ্ন উত্তর না পেলে, খাদ্য অভাবে মানুষ মারা যাবে। সবার বড় প্রশ্ন, আমরা কি ইউক্রেন ও ফিলিস্তিনর মতো যুদ্ধের ফিল্ড হব।

 

ও বলল, তোমার লাস্ট চিন্তা সঠিক ধরে এগুলো, আজ ভারত চীন তাদের সীমান্ত সমস্যার সমাধান করে ফেলেছে। ভারতের বিদেশ মন্ত্রী বলেছেন চীনের সাথে তাদের সমস্যার ৭০% মিটে গেছে। তোমরা সেভেন সিস্টার নিয়ে যে ভয় দেখছিলা সেটা মীমাংসা করে ফেলল। অর্থাৎ আমেরিকা ও ভারতের কমন শত্রু চীন রইল না। বাংলাদেশ ভূরাজনৈতিক কারণে এত গুরুত্বপূর্ণ যে সেখানে আমেরিকার প্রভাব রুখতে এত বছরের সীমান্ত সমস্যা এক দিনে মীমাংসা করে ফেলল। তোমাদের সরকার আমেরিকার ২০ কোটি ডলারের সাহায্য ও ১০ কোটি ডলারের বিশ্ব ব্যাংকের ঋণ প্রাপ্তির খুশিতে বাস্ত তখন ভারত চিন বহু বছরের শত্রুতা শেষ করে সেটার বিরুদ্ধে শক্তিশালী হচ্ছে। এর অর্থ তোমাদের রাজনৈতিক জ্ঞানীরা বুঝতে পারছে না।

 

বললাম, সঠিক, আমরা মনে করি বাংলাদেশের রাজনীতি কন্ট্রোল করে দেশের জনগণ, আসলে সেটা নয়। আমাদের নির্বাচন কন্ট্রোল হয় পরা শক্তির প্রভাবে। হাসিনা সরকার বিগত তিনটা নির্বাচন ভোটার বিহীন করে টিকে থাকতে পেরেছে ভারতের প্রতক্ষ্য ও আমেরিকার পরোক্ষ মদদে। দেশে বহু আন্দোলন করেও কিছু করতে পারে নাই। এবারের সামান্য আন্দোলনে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য হল। এটা এখন বোঝার বাকি থাকার থাকে না এর পিছনে কোন পরাশক্তির হাত আছে।

 

ও বলল, কথা সঠিক তবে তোমরা নিজেরাও বুঝতে পারছো না আসলে পরাশক্তির সমূহের কাছে। ভয়ের কারণ হল বাকি তিন পরাশক্তির এক হয়ে যাওয়া, সেটাও তোমরা বুঝতে পারছো না। ধর আমেরিকা কন্ট্রোল নিলে চিন ভারতের জন্য মহামারী হবে। তাহলে বাকিরা কোন ভাবেই মেনে নিবে না বা নিতে পারে না। তারা অপক্ষায় আছে ও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বাংলাদেশ চাইলেও আর ব্রিকস এ যোগ দিতে পারবে না, আসলে ওদের মতো আমাদের অপেক্ষা কড়া ও পরিস্থিতি পর্যবেক্ষণ ছাড়া আপাতত কোন উপায় আছে বলে হয় না।

 

বললাম, আল্লাহ ভালো জানেন আমাদের দেশ ও জনগণের কোনটা মঙ্গল হবে, তিনি সেটাই হবে ইনশাআল্লাহ।

জিওপলিরিক্স ও কদম আলী: মোঃ আলীমুজ্জামান