ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৪:৫১:১৮ পিএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

৭ জানুয়ারি, ২০২৫ | ৯:২১ এএম

অনলাইন সংস্করণ

জিডিপি প্রবৃদ্ধিতে বড় ধাক্কা: চার অর্থবছরের মধ্যে সর্বনিম্ন

৭ জানুয়ারি, ২০২৫ | ৯:২১ এএম

জিডিপি প্রবৃদ্ধিতে বড় ধাক্কা: চার অর্থবছরের মধ্যে সর্বনিম্ন

ছবি: সংগ্রহীত

২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বাংলাদেশে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ১.৮১ শতাংশে দাঁড়িয়েছে। এটি গত চার অর্থবছরের মধ্যে সর্বনিম্ন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রাক্কলনে দেখা গেছে, গত বছরের একই সময়ে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৬.০৪ শতাংশ।

 


বিবিএসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চলতি প্রান্তিকে সারাদেশে রাজনৈতিক অস্থিতিশীলতা অর্থনৈতিক কর্মকাণ্ডকে স্থবির করে দিয়েছে। সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান বলেন, রাজনৈতিক চাপমুক্ত পরিবেশে সঠিক তথ্য-উপাত্ত দেওয়ার ফলে প্রবৃদ্ধি কম দেখা যাচ্ছে। পূর্বের প্রতিবেদনগুলোর তুলনায় এটি বাস্তবতার সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ।

 

 


বিবিএসের তথ্য অনুযায়ী, টানা তিন প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমেছে। গত অর্থবছরের তৃতীয় প্রান্তিকে ৫.৪২ শতাংশ প্রবৃদ্ধি থেকে এটি দ্বিতীয় প্রান্তিকে ৪.৭৮ শতাংশ এবং তৃতীয় প্রান্তিকে ৩.৯১ শতাংশে নেমে আসে।

 

 

জুলাই-সেপ্টেম্বর সময়ে শিল্প খাতের প্রবৃদ্ধি ৮.২২ শতাংশ থেকে কমে ২.১৩ শতাংশে নেমে এসেছে। সেবা খাতেও উল্লেখযোগ্য পতন হয়েছে; ৫.০৭ শতাংশ থেকে এটি ১.৫৪ শতাংশে দাঁড়িয়েছে।

 


ড. সেলিম রায়হান বলেন, "চলমান প্রান্তিক এবং আগামী দিনগুলোতে অর্থনৈতিক কর্মকাণ্ডে কতটা গতি আনা যায়, সেটাই এখন দেখার বিষয়।"

 

 


বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির এই পতন অর্থনীতির জন্য একটি বড় সতর্কবার্তা। অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে প্রয়োজন রাজনৈতিক অস্থিরতার নিরসন এবং কার্যকর নীতিমালা।

জিডিপি প্রবৃদ্ধিতে বড় ধাক্কা: চার অর্থবছরের মধ্যে সর্বনিম্ন