ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১১ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:০ এএম
অনলাইন সংস্করণ
জিডিপি প্রবৃদ্ধি কমেছে ১.৭ শতাংশ
১১ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:০ এএম
![জিডিপি প্রবৃদ্ধি কমেছে ১.৭ শতাংশ](https://i.vatbondhu.com/images/original-webp/2025/02/11/20250211100014_original_webp.webp)
ছবি: সংগ্রহ
গত ২০২৩-২৪ অর্থবছরে দেশে জিডিপি প্রবৃদ্ধির হার কমেছে ১ দশমিক ৭ শতাংশ । প্রাথমিক হিসাবে গত অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছিল ৫ দশমকি ৮২ শতাংশ। চূড়ান্ত হিসাবে এটি কমে দাঁড়িয়েছে ৪ দশমকি ১২ শতাংশ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। প্রতিবেদনে জানানো হয়, ২০২১-২২ ও ২০২২-২৩ অর্থবছরের চূড়ান্ত হিসাবে জিডিপি প্রবৃদ্ধির হার ছিল যথাক্রমে ৭ দশমিক ১০ শতাংশ এবং ৫ দশমিক ৭৮ শতাংশ।
বিবিএস বলেছে, সাময়িক হিসাবের তুলনায় চূড়ান্ত হিসাবে জিডিপি প্রবৃদ্ধি কমার উল্লেখযোগ্য প্রধান কারণ হচ্ছে রফতানি আয়ের সংশোধিত হিসাবের পরিপ্রেক্ষিতে শিল্প উৎপাদনের নিম্নগতি।
বিবিএসের হিসাব মতে, গত ২০২২-২৩ অর্থবছরে চলতি মূল্যে জিডিপির আকার ছিল ৫০ লাখ দুই হাজার ৭০০ কোটি টাকা (৪৫ হাজার কোটি ডলার)।
প্রতিবেদনে দেখা যায়, কৃষি খাতে চূড়ান্ত হিসাবে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমকি ৩০ শতাংশ (সাময়িক হিসাবে ছিল ৩ দশমিক ২১ শতাংশ)। এছাড়া, ২০২২-২৩ অর্থবছরের চূড়ান্ত হিসাবে প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ৩৭ শতাংশ। এ হিসাবে কৃষি খাতে প্রবৃদ্ধি কমেছে।
শিল্প খাতে ২০২৩-২৪ অর্থবছরে চূড়ান্ত হিসেবে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৫১ শতাংশ, যা সাময়িক হিসাবে ছিল ৬ দশমিক ৬৬ শতাংশ। এছাড়া ২০২২-২৩ অর্থবছরের চূড়ান্ত হিসাবে প্রবৃদ্ধি ছিল ৮ দশমিক ৩৭ শতাংশ এবং ২০২১-২২ অর্থবছরের চূড়ান্ত হিসাবে ছিল ৯ দশমিক ৮৬ শতাংশ।
সেবা খাতে ২০২৩-২৪ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ০৯ শতাংশ, যা সাময়িক হিসাবে ছিল ৫ দশমিক ৮০ শতাংশ। এছাড়া ২০২২-২৩ অর্থবছরের চূড়ান্ত হিসাবে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৫ দশমিক ৩৭ শতাংশ এবং ২০২১-২২ অর্থবছরের চূড়ান্ত হিসাবে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ২৬ শতাংশ।
![জিডিপি প্রবৃদ্ধি কমেছে ১.৭ শতাংশ](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)