ঢাকা শনিবার, ৫ জুলাই, ২০২৫ - ১:০০:৪৬ এএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

২৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:১০ এএম

অনলাইন সংস্করণ

জুনের মধ্যে এভিএস পুরোপুরি চালু হবে

২৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:১০ এএম

জুনের মধ্যে এভিএস পুরোপুরি চালু হবে

ছবি: সংগ্রহ

সরকারি লেনদেনকে আরও স্বচ্ছ, নিরাপদ এবং কার্যকর করতে বাংলাদেশ ব্যাংক পরীক্ষামূলকভাবে ‘অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম (এভিএস)’ চালু করেছে। এই সিস্টেমটি সরকারি ব্যয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি এবং জালিয়াতি রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী জুনের মধ্যে দেশের সকল হিসাবরক্ষণ অফিসে এই সিস্টেম বাস্তবায়ন করা হবে।

 

 

গত ২৬ জানুয়ারি থেকে দেশের চারটি চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসে পরীক্ষামূলকভাবে এই সিস্টেম চালু করা হয়েছে। অফিসগুলো হল: স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগ, জননিরাপত্তা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আগামী জুনের মধ্যে দেশের প্রতিটি হিসাবরক্ষণ অফিসে এভিএস সিস্টেমের পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে।

 

 

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বলেন, ‘‘এভিএস সিস্টেম চালুর মাধ্যমে সরকারি লেনদেন আরও সহজ, সঠিক ও নিরাপদ হবে। এতে সরকারি অর্থ সঠিক প্রাপকের হিসাবে পৌঁছানোর নিশ্চয়তা পাওয়া যাবে, পাশাপাশি গ্রাহকদের ভোগান্তিও কমবে।’’

 

 

অর্থ বিভাগের অতিরিক্ত সচিব বিলকিস জাহান বলেন, ‘‘এই সিস্টেমের মাধ্যমে সরকারি সব পেমেন্ট ক্যাশলেস করার মাধ্যমে ব্যয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে এবং অর্থ অপচয় রোধ হবে।’’ তিনি আরও যোগ করেন, ‘‘এটি সরকারের ব্যয় বাবদ ৫০০ থেকে ৬০০ কোটি টাকা সাশ্রয়ে সহায়ক হবে।’’

 

 

কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের আইসিটি বিভাগের নির্বাহী পরিচালক দেবদুলাল রায় সিস্টেম বাস্তবায়নের রূপরেখা তুলে ধরেন। তিনি জানান, সিস্টেমের মাধ্যমে সরকারি ব্যাংক হিসাবের তথ্য যাচাই করা যাবে, যা অর্থ ব্যবস্থাপনার নিরাপত্তা বাড়াবে এবং জালিয়াতির সুযোগ কমাবে।

 

 

এ উদ্যোগটি দেশের সরকারি ব্যয় ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আনতে পারে, যা সরকারি অর্থের ব্যবহারে আরও দায়িত্বশীলতা ও স্বচ্ছতা নিশ্চিত করবে।

জুনের মধ্যে এভিএস পুরোপুরি চালু হবে