ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:৮ এএম
অনলাইন সংস্করণ
জুলাই অভ্যুত্থানে আহতদের বিদেশি চিকিৎসকেরা পেলেন ভ্যাট অব্যাহতির সুবিধা
৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:৮ এএম
![জুলাই অভ্যুত্থানে আহতদের বিদেশি চিকিৎসকেরা পেলেন ভ্যাট অব্যাহতির সুবিধা](https://i.vatbondhu.com/images/original-webp/2025/02/03/20250203110833_original_webp.webp)
ছবি: সংগ্রহ
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের চিকিৎসাসেবা প্রদান করতে বাংলাদেশে আসা বিদেশি চিকিৎসকদের ফি, হোটেল ভাড়া ও আপ্যায়ন ব্যয়ে ভ্যাট অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছে। আজ, রোববার এনবিআরের ভ্যাট বিভাগ এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে।
এনবিআরের প্রজ্ঞাপনে বলা হয়, বিদেশি চিকিৎসকরা স্বাস্থ্য অধিদপ্তর বা সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের আমন্ত্রণে বাংলাদেশে এসে আহত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করবেন। এই চিকিৎসকদের ফি, হোটেল ভাড়া ও আপ্যায়ন ব্যয়কে ভ্যাট থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
এনবিআরের এই আদেশটি ২০১২ সালের মূল্য সংযোজন কর (ভ্যাট) ও সম্পূরক শুল্ক আইনের ১২৬ ধারার ৩ নম্বর উপধারা অনুযায়ী দেওয়া হয়েছে।
এ পদক্ষেপটি দেশের স্বাস্থ্য খাতে বিশেষজ্ঞ চিকিৎসকদের সাহায্য গ্রহণে সুবিধা প্রদানে সহায়ক হবে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহতদের দ্রুততম সময়ে উন্নত চিকিৎসা সেবা পেতে সহায়তা করবে।
- ট্যাগ সমূহঃ
- জুলাই অভ্যুত্থানে
- বিদেশি
- চিকিৎসকেরা
- ভ্যাট
- সুবিধা
![জুলাই অভ্যুত্থানে আহতদের বিদেশি চিকিৎসকেরা পেলেন ভ্যাট অব্যাহতির সুবিধা](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)