ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১১:৩৪:৩৭ এএম

জুলাই অভ্যুত্থানে আহত ১০০ জনের জন্য কর্মসংস্থানের প্রস্তাব: স্বরাষ্ট্র উপদেষ্টার

৭ জানুয়ারি, ২০২৫ | ৩:১৩ পিএম

জুলাই অভ্যুত্থানে আহত ১০০ জনের জন্য কর্মসংস্থানের প্রস্তাব:  স্বরাষ্ট্র উপদেষ্টার

ছবি: সংগ্রহ

স্বাস্থ্যগত ও আর্থিক পুনর্বাসন নিশ্চিত করতে জুলাই মাসের অভ্যুত্থানে আহত ১০০ জনের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রস্তাব দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর মালিবাগে পুলিশের বিশেষ শাখা (এসবি) ও সিআইডির প্রধান কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান।

 

 

উপদেষ্টা বলেন, "আহতদের স্বচ্ছলতায় ফেরাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। যারা আহত হয়েছেন, তাদের সবার জন্য একযোগভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব নয়, তবে আমরা প্রস্তাব দিচ্ছি, যেখানে যেখানে সম্ভব, সেখানে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।"

 

 

এছাড়া, তিনি বর্তমান সরকারের মানি লন্ডারিং সম্পর্কিত পদক্ষেপ নিয়েও মন্তব্য করেন। অর্থপাচারকে তিনি আগের সরকারের সময়ের সবচেয়ে বড় সংকট হিসেবে চিহ্নিত করে বলেন, "আওয়ামী লীগ সরকার সবচেয়ে বেশি মানি লন্ডারিং করেছে।" মানি লন্ডারিংয়ের বিরুদ্ধে কী পদক্ষেপ নেবেন— এমন প্রশ্নে তিনি বলেন, "বিগত সরকারের সবচেয়ে বড় ইস্যু ছিল মানি লন্ডারিং। এটি নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।"

 

 

যানজটের সমস্যার সমাধান নিয়েও উপদেষ্টা আলোচনা করেন। তিনি বলেন, "যানজট দূর করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একার দায়িত্ব নয়, তবে আমরা ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য এক হাজার শিক্ষার্থী নিয়োগের প্রস্তাব পাঠিয়েছি। তাদের আমরা একটি মিনিমাম পারিশ্রমিক দেব। প্রথমে আমরা ৫০০ জন নিয়ে কাজ শুরু করার পরিকল্পনা করেছিলাম, কিন্তু প্রয়োজনীয় লোকবল পাওয়া যায়নি।"

 

 

অন্তবর্তী সরকারের পাঁচ মাসের কাজের অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, "আপনারা যদি মিলিয়ে দেখেন, আগের চেয়ে উন্নতি হয়েছে কি না, তা আপনাদের মূল্যায়ন করা উচিত। পুলিশ তাদের কাজ শুরু করেছে, এখন কিছুটা সময় নিয়ে কাজ করছে। কিছু সমস্যা যেমন রাস্তাঘাট চিনতে সময় লাগছে, তবে আমরা এই বিষয়ে কাজ করছি।"

 

 

আগের সরকারের পতনের পর কিছু নেতা-কর্মীর পালিয়ে যাওয়ার বিষয়েও স্বরাষ্ট্র উপদেষ্টা মন্তব্য করেন। তিনি বলেন, "৫-৬ আগস্ট কোনো সরকার ছিল না, তখন অনেকে পালিয়ে গেছেন। তবে আমরা সরকারে আসার পর কেউ পালিয়েছে কিনা, তা আমরা পর্যবেক্ষণ করছি। যদি কেউ চলে গিয়ে থাকেন, আমরা বিষয়টি খতিয়ে দেখব।"

 

 

এছাড়া, স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সরকার যেসব প্রকল্প হাতে নিয়েছে, সেগুলোর বাস্তবায়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে তারা কাজ করছে এবং জনগণের কল্যাণে সেবা প্রদান অব্যাহত থাকবে।

জুলাই অভ্যুত্থানে আহত ১০০ জনের জন্য কর্মসংস্থানের প্রস্তাব:  স্বরাষ্ট্র উপদেষ্টার