ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১ জানুয়ারি, ২০২৫ | ১১:২৬ এএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসার জন্য ডলার সীমা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক
১ জানুয়ারি, ২০২৫ | ১১:২৬ এএম
![জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসার জন্য ডলার সীমা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/01/20250101112538_original_webp.webp)
ছবি: সংগ্রহীত
বিদেশে চিকিৎসার ব্যয় মেটানোর ক্ষেত্রে সাধারণত সর্বোচ্চ ১০ হাজার ডলার নেওয়ার অনুমতি রয়েছে। তবে ২০২৪ সালের জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসার জন্য এই সীমা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ বিষয়ে একটি সার্কুলার জারি করা হয়েছে।
আরও পড়ুন
সার্কুলারে উল্লেখ করা হয়েছে, জুলাই বিপ্লবে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে এ নিয়ম শিথিল করা হয়েছে। ফলে তারা প্রয়োজন অনুযায়ী ব্যাংকিং চ্যানেল, ডেবিট/ক্রেডিট কার্ড অথবা নগদ ডলারে চিকিৎসা ব্যয় বহন করতে পারবেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জুলাই বিপ্লবের সময় অনেক মানুষ গুরুতর আহত হয়েছেন, যাদের উন্নত চিকিৎসা বিদেশে করানো প্রয়োজন। তাদের চিকিৎসা ব্যয় স্বাভাবিকের তুলনায় বেশি হওয়ায় ডলার সীমা শিথিল করা হয়েছে। এতে আহত ব্যক্তিরা বিদেশি হাসপাতালের বিল মেটাতে এবং চিকিৎসা ব্যয় নির্বিঘ্নে বহন করতে পারবেন।
এই পদক্ষেপ দেশের চিকিৎসা খাত এবং আহতদের পরিবারের জন্য বড় স্বস্তি এনে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এটি নিশ্চিত করবে যে আহত ব্যক্তিরা উন্নত চিকিৎসা গ্রহণে কোনো ধরনের বাধার সম্মুখীন না হন।
![জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসার জন্য ডলার সীমা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)