ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১০ ডিসেম্বর, ২০২৪ | ৩:১৭ পিএম
অনলাইন সংস্করণ
জেলে-নাবিকসহ বাংলাদেশি ২টি জাহাজ ধরে নিয়ে গেল ভারতীয় কোস্টগার্ড
১০ ডিসেম্বর, ২০২৪ | ৩:১৭ পিএম
![জেলে-নাবিকসহ বাংলাদেশি ২টি জাহাজ ধরে নিয়ে গেল ভারতীয় কোস্টগার্ড](https://i.vatbondhu.com/images/original-webp/2024/12/10/20241210151626_original_webp.webp)
ছবি: সংগ্রহীত
বাংলাদেশের সমুদ্রসীমা থেকে ৭৯ জেলে-নাবিকসহ বাংলাদেশি ২টি মাছ ধরার ফিশিং ট্রলার ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড। জাহাজ দুইটি হল এফভি মেঘনা-৫ ও এফভি লায়লা-২। বিষয়টি নিশ্চিত করেছে সামুদ্রিক মৎস্য দপ্তর।
কর্মকর্তারা জানায়, জাহাজ দুটির মালিকপক্ষ চিঠি দিয়ে তাদেরকে ঘটনাটি অবহিত করেছেন। চিঠিতে জানানো হয়, গতকাল সোমবার বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় মাছ ধরার সময় ৪২ জন নাবিকসহ এফভি লায়লা-২ ও ৩৭ নাবিকসহ এফভি মেঘনা-৫ কে ধরে নিয়ে যায় ভারতীয় কোস্ট গার্ড।
নৌ-পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডোর মাকসুদ আলম জানান, তিনি বিষয়টি জেনেছেন। খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
- ট্যাগ সমূহঃ
- ভারতীয় কোস্টগার্ড
- জাহাজ
- নাবিক
![জেলে-নাবিকসহ বাংলাদেশি ২টি জাহাজ ধরে নিয়ে গেল ভারতীয় কোস্টগার্ড](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)