ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১০:৪৫:৫৯ এএম

টাকা জমা রেখে ১৩% পর্যন্ত মুনাফা পাবেন সরকারি চাকরিজীবীরা

৩০ জানুয়ারি, ২০২৫ | ১১:২৮ এএম

টাকা জমা রেখে ১৩% পর্যন্ত মুনাফা পাবেন সরকারি চাকরিজীবীরা

ছবি: সংগ্রহ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাধারণ ভবিষ্য তহবিল (জিপিএফ) এবং প্রদেয় ভবিষ্য তহবিল (সিপিএফ) এর জন্য মুনাফা হার আগামী ২০২৪-২৫ অর্থবছরের জন্য গত বছরের মতোই ১১ থেকে ১৩ শতাংশ নির্ধারণ করেছে সরকার। বুধবার (২৯ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এক প্রজ্ঞাপন জারি করে এই নতুন মুনাফা হার ঘোষণা করেছে।

 

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৫ লাখ টাকা পর্যন্ত জমা রাখলে ১৩ শতাংশ মুনাফা মিলবে, ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত জমা রাখলে মুনাফা হবে ১২ শতাংশ, এবং ৩০ লাখ ১ টাকার বেশি জমা রাখলে ১১ শতাংশ মুনাফা পাওয়া যাবে।

 

এছাড়া, প্রজ্ঞাপনে জানানো হয়েছে যে, সরকারি কর্মচারীরা একসময় জিপিএফে ১৩-১৪ শতাংশ সুদ পেতেন, তবে ২০২১ সালের সেপ্টেম্বরে এই হার কমিয়ে ১১ থেকে ১৩ শতাংশ করা হয়। গত অর্থবছরেও এই হার বজায় রাখা হয়েছিল, এবং এবারও একই সুদহার বহাল রাখা হয়েছে। এদিকে, সঞ্চয়পত্রের সুদের হার সর্বোচ্চ ১২ দশমিক ৫৫ শতাংশ।

 

 

জিপিএফে টাকা রাখার সীমা ২০১৫ সালের ডিসেম্বরে এক প্রজ্ঞাপন দিয়ে সরকার কমিয়ে মূল বেতনের সর্বোচ্চ ২৫ শতাংশ নির্ধারণ করে। সরকারি কর্মচারীরা এখন এই সীমার মধ্যে তাদের বেতন থেকে টাকা জমা রাখতে পারেন। যারা রাজস্ব খাত থেকে বেতন পান, তারা জিপিএফে টাকা রাখেন, এবং যারা রাজস্ব খাতের বাইরে বেতন পান, তারা সিপিএফে টাকা জমা রাখেন।

 

 

এছাড়া, প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বায়ত্তশাসিত সংস্থা এবং করপোরেশনগুলোর আর্থিক সংগতি বিভিন্ন হওয়ায়, তারা তাদের নিজস্ব আর্থিক বিধিবিধানের আলোকে জিপিএফের স্লাবভিত্তিক মুনাফার হার নির্ধারণ করতে পারবে।

টাকা জমা রেখে ১৩% পর্যন্ত মুনাফা পাবেন সরকারি চাকরিজীবীরা