ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১১ নভেম্বর, ২০২৪ | ২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ
টানা দুই দিন সড়ক অবরোধ, ‘বেতন ছাড়া কোনও কথাই ভালো লাগছে না তাদের’
১১ নভেম্বর, ২০২৪ | ২:৩৬ পিএম
![টানা দুই দিন সড়ক অবরোধ, ‘বেতন ছাড়া কোনও কথাই ভালো লাগছে না তাদের’](https://i.vatbondhu.com/images/original-webp/2024/11/11/20241111143555_original_webp.webp)
ছবি: সংগ্রহীত
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের অবরোধে অচল হয়ে পড়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। গত শনিবার (৯ নভেম্বর) সকাল ৯টা থেকে টিএনজেড অ্যাপারেলসের শ্রমিকরা আন্দোলনে নামেন এবং অবরোধ অব্যাহত রেখেছেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি), ক্রাইম ডিভিশন, ট্রাফিক ডিভিশন, শিল্প পুলিশসহ বিভিন্ন সংস্থা আশ্বাস দিলেও শ্রমিকদের বক্তব্য, বেতন হাতে না পাওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না।
সোমবার (১১ নভেম্বর) সকাল থেকে মালেকের বাড়ি এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শ্রমিকরা। বিশৃঙ্খলা এড়াতে আশপাশের ১২টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। বিভিন্ন পালায় শ্রমিকরা অংশ নিচ্ছেন; যারা রাতে অবস্থান করেছেন তারা সকাল নাগাদ ফিরে যাচ্ছেন এবং রাতের শিফটের শ্রমিকরা তাদের জায়গায় আসছেন।
গাজীপুর ভোগরা বাইপাস হয়ে অল্প সংখ্যক যানবাহন চলাচল করলেও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। গাজীপুর চৌরাস্তা ও চন্দ্রা হয়ে যাত্রীরা গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন, এবং যেসব যাত্রী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাচ্ছেন তারা বিকল্প রুট অবলম্বন করছেন।
শিল্প পুলিশের তথ্যমতে, টিএনজেড অ্যাপারেলস লিমিটেড, বেসিক ক্লোথিং লিমিটেডসহ কয়েকটি কারখানার প্রায় চার হাজার শ্রমিক গত তিন মাস ধরে বেতন পাননি। কারখানা কর্তৃপক্ষ বারবার দিন নির্ধারণ করলেও বেতন পরিশোধ করেনি, যার ফলে শ্রমিকরা টানা ৪৮ ঘণ্টা ধরে মহাসড়ক অবরোধে রয়েছেন।
আন্দোলনের কারণে মহাসড়কের উভয় পাশে প্রায় ৩৫ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। বাসিন্দাদের যাতায়াতের জন্য বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেজে। উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ইব্রাহিম খান বলেন, "শ্রমিকদের বারবার সড়ক ছাড়তে অনুরোধ করা হলেও তাদের দাবি একটাই, বেতন না পেলে সড়ক ছাড়বে না।"
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, বিজিএমইএসহ সরকারের উচ্চ পর্যায়ের সাথে আলোচনার মাধ্যমে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের ব্যবস্থা করা হচ্ছে এবং দ্রুত সমাধান হবে বলে আশা করা হচ্ছে।
![টানা দুই দিন সড়ক অবরোধ, ‘বেতন ছাড়া কোনও কথাই ভালো লাগছে না তাদের’](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)