ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ১১:০৪:৫৬ এএম

টিম টিআরসি’র রপ্তানি ও প্রকল্পের ব্যয় ৫ শতাংশ কমানোর চ্যালেঞ্জ

১৪ নভেম্বর, ২০২৪ | ৩:৩০ পিএম

টিম টিআরসি’র রপ্তানি ও প্রকল্পের ব্যয় ৫ শতাংশ কমানোর চ্যালেঞ্জ

ছবি: ভ্যাটবন্ধু নিউজ

টিম টিআরসি, "স্বচ্ছ ভ্যাট আইনে, দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে" স্লোগানে আস্থা রেখে সেপ্টেম্বর, ২০১৯ সালে যাত্রা শুরু করে এবং বর্তমান চ্যালেঞ্জ বাস্তবায়নে প্রথম পাঁচ বছরকে ভিত্তি হিসেবে বিবেচনায় রেখে কাজ করছে। এটি দেশের একমাত্র কনসালটেন্সি ফার্ম, যারা বিশ্বব্যাংক বাংলাদেশ-এর গর্বিত ভেন্ডর-ভ্যাট কনসালট্যান্ট হিসাবে দায়িত্ব পালন করছে।

 

বর্তমান চ্যালেঞ্জ: "সঠিক ভ্যাট ব্যবস্থাপনায় দ্রব্যমূল্য হ্রাস করা সম্ভব" এই জাতীয় লক্ষ্যকে প্রমাণ হিসেবে উপস্থাপনের উদ্দেশ্যে:

  • তৈরি পোশাক শিল্পের ভ্যাট ব্যবস্থাপনার মাধ্যমে ৪-৫ শতাংশ রপ্তানি ব্যয় কমানোর লক্ষ্যে পাঁচটি প্রতিষ্ঠানের টেস্ট কার্যক্রম শুরু করা।
  • সরকারি উন্নয়ন প্রকল্পের ব্যয় ৫-৬ শতাংশ হ্রাস করার লক্ষ্যে টেস্ট কার্যক্রম।

 

ব্যতিক্রমী চ্যালেঞ্জ বাস্তবায়নের প্রতিষ্ঠানসমূহ:

  • বসুন্ধরা বিটুমিন উৎপাদনে এনে ভ্যাট সিস্টেম ডেভেলপমেন্ট করে এক্সপার্ট নিজস্ব কর্মকর্তাদের নিকট হস্তান্তর।
  • গ্রিনল্যান্ড টেকনোলজিস লিমিটেড-এর ১০.৩৪ কোটি টাকার ভ্যাট দাবী আইন অনুযায়ী মাত্র ৯৪ লাখ টাকায় নিষ্পত্তি করা হয়।
  • এছাড়াও বিটিআই, বার্জার পেইন্টস, লোটো সুজ, অলিলা গ্লাস, যমুনা স্পেস টেক জয়েন্ট ভেঞ্চারসহ আরও বহু প্রতিষ্ঠানের ভ্যাট সিস্টেম ও আইনি সমস্যার সমাধান করা হয়।
  • সহযোগী প্রতিষ্ঠান: ভ্যাট আইনের ব্যাপক প্রচার ও ব্যবসায়িক সচেতনতা বৃদ্ধির জন্য "ভ্যাটবন্ধু নিউজ" নামে একটি অনলাইন পত্রিকা নিবন্ধন করা হয়। একই নামে ইউটিউব চ্যানেল খোলা হয়, যা বর্তমানে প্রতিদিন ৫০-৬০ হাজার ভিউ পায়।

 

এনবিআর সম্পর্কিত কার্যক্রম: এনবিআর কর্তৃক "ভ্যাট অটোমেশন পাইলট প্রজেক্ট" নামে জাতীয় কমিটির পাবলিক সেক্টরের এক্সপার্ট হিসেবে সদস্য হিসেবে কাজ করছে।

 

সেমিনার ও ওয়ার্কশপ:

  • পাবলিক লাইব্রেরিতে বাণিজ্যিক আমদানিকারকদের জন্য লাভজনক ভ্যাট সিস্টেম নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়, যেখানে জানব মানুদ খান এফসিএ এফসিএমএ, আবদুল কাফি সাবেক কমিশনারসহ ২০০ ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
  • ওমেন এন্টারপ্রেনার্স (উই)-এর সদস্যদের সাথে অনলাইন সেমিনারে তাদের ভ্যাট প্রদানের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়।
  • ই-ক্যাব সদস্যদের সাথে ভ্যাট আইন ও দায়মুক্ত থাকার উপায় নিয়ে সেমিনার করা হয়।
  • জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই)-এর সদস্যদের ভ্যাট আইন নিয়ে জনসচেতনতা তৈরির জন্য সেমিনার করা হয়।

 

 

ভ্যাট আইনের বই প্রকাশ: ভ্যাট আইন সহজ করার লক্ষ্যে ব্যবসার ধরন অনুযায়ী প্রয়োজনীয় অংশের বই প্রকাশ ও সেগুলো নিয়ে পত্রিকায় রিভিউ প্রকাশ করা হয়েছে। উল্লেখযোগ্য বইগুলো:

  • ভ্যাট গাইড ফর এক্সপোর্ট বিজনেস
  • রাজস্ব আইন ও ডাক্তার কদম আলী ডিগ্রি নাই
  • মূসক আইন বিধি ও ফর্ম

 

 

টেলিভিশন ও জাতীয় পত্রিকার সহায়তা: ভ্যাট আইনের প্রথম নাটক তৈরি ও এশিয়ান টেলিভিশনে প্রচার। ভ্যাট নিয়ে ব্যতিক্রমী কার্যক্রম পরিচালনার কারণে:

  • বিটিভিতে সাক্ষাৎকার প্রচার
  • এটিএন বাংলায় বিজনেস নিউজে কাভারেজ
  • গ্লোবাল টিভি চ্যানেলে তিন পর্বের ধারাবাহিক নিউজ
  • গ্লোবাল টিভি চ্যানেলে বর্তমান প্রেক্ষাপট ও রাজস্ব আদায়ের চ্যালেঞ্জ বিষয়ে সাক্ষাৎকার প্রচার
  • কালেরকণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ইত্তেফাক, যুগান্তর, শেয়ারবাজার, বণিক বার্তাসহ সব জাতীয় পত্রিকায় নিয়মিত কলাম প্রকাশ

 

 

প্রফেশনাল ডেভেলপমেন্ট: টিম টিআরসি, ভ্যাট পেশায় নিয়োজিত সকলের ভালোর জন্য ও জ্ঞান বিনিময় করার মাধ্যমে ফিল্ড লেভেলে কাজের জটিলতা দূর করতে:

  • কর্পোরেট "ভ্যাট আড্ডা উইথ সিএফও" নামে বিভিন্ন প্রতিষ্ঠানের সিএফওদের সাথে অনলাইন আড্ডার আয়োজন এবং হিসাবভিত্তিক ভ্যাট আইন সহজীকরণের কার্যক্রম পরিচালনা করে।
  • বাংলাদেশের প্রায় ১০০টি প্রতিষ্ঠানের ১৬৫ জন বিভিন্ন স্তরের কর্মকর্তাগণের অনলাইন নিবন্ধনের মাধ্যমে প্রতি মাসের শেষ শুক্রবারে ভ্যাট আইনের ব্যবহারিক সমস্যা ও সমাধানের জন্য নিয়মিত অনলাইন সেমিনার করা হয়।

 

টিম টিআরসি’র রপ্তানি ও প্রকল্পের ব্যয় ৫ শতাংশ কমানোর চ্যালেঞ্জ