ঢাকা শুক্রবার, ৪ জুলাই, ২০২৫ - ১:০২:৫৪ পিএম

টিসিবির জন্য ২১৩ কোটি টাকায় চিনি-মসুর ডাল কেনার অনুমোদন

২৮ জানুয়ারি, ২০২৫ | ৩:২৩ পিএম

টিসিবির জন্য ২১৩ কোটি টাকায় চিনি-মসুর ডাল কেনার অনুমোদন

ছবি: সংগ্রহ

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর জন্য ২০ টন চিনি ও মসুর ডাল কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে ১০ হাজার টন চিনি এবং ১০ হাজার টন মসুর ডাল কেনা হবে, যার মোট ব্যয় হবে ২১৩ কোটি ৮৭ লাখ টাকা।

 

 

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই প্রস্তাব অনুমোদন পায়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

 

 

বৈঠক সূত্রে জানা গেছে, টিসিবির জন্য চিনি কেনার অনুমোদন দেওয়া হয়েছে জাতীয় দরপত্র পদ্ধতিতে। সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে ১১৫ টাকা ৪২ পয়সা কেজি দরে ১০ হাজার টন চিনি কেনা হবে। এতে মোট ব্যয় হবে ১১৫ কোটি ৪২ লাখ টাকা।

 

 

অন্যদিকে, মসুর ডাল কেনার জন্য শেখ অ্যাগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ থেকে প্রতি কেজি ৯৮ টাকা ৪৫ পয়সা দরে ১০ হাজার টন মসুর ডাল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ৯৮ কোটি ৪৫ লাখ টাকা।

 

 

এ চিনি ও মসুর ডাল ফ্যামিলি কার্ডধারীদের কাছে ভর্তুকি মূল্যে বিক্রি করা হবে। ২০২৪-২৫ অর্থবছরে চিনি এবং মসুর ডাল ক্রয়ের লক্ষ্যমাত্রা যথাক্রমে ১ লাখ ৪৪ হাজার টন এবং ২ লাখ ৮৮ হাজার টন। এর আগে, ৩৫ হাজার টন চিনি এবং ১ লাখ ২২ হাজার ৯৫০ টন মসুর ডাল ক্রয়ের চুক্তি সম্পন্ন হয়েছে।

 

 

এই পদক্ষেপের মাধ্যমে টিসিবি সাধারণ মানুষের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে আরও বেশি কার্যকরী ভূমিকা পালন করবে, বিশেষ করে নিম্ন আয়ের পরিবারের জন্য।

টিসিবির জন্য ২১৩ কোটি টাকায় চিনি-মসুর ডাল কেনার অনুমোদন