ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৮ জানুয়ারি, ২০২৫ | ৩:৫৫ পিএম
অনলাইন সংস্করণ
টিসিবির নতুন চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল ফয়সাল আজাদ
৮ জানুয়ারি, ২০২৫ | ৩:৫৫ পিএম
![টিসিবির নতুন চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল ফয়সাল আজাদ](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/08/20250108154832_original_webp.webp)
ছবি: সংগ্রহ
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর নতুন চেয়ারম্যান হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সাল আজাদকে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে সম্প্রতি সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ নিয়োগের খবর জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সাল আজাদকে প্রেষণে টিসিবির চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে এবং তার চাকরি বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
এছাড়া, টিসিবির আগের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা ইকবালকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। এর ফলে, তাকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রত্যাহার করে তার চাকরি আবার সেনাবাহিনীতে ন্যস্ত করা হয়েছে।
নতুন চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সাল আজাদ এর নিয়োগ টিসিবি’র কার্যক্রমে নতুন দিশা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। একদিকে, যেখানে ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা ইকবাল সেনাবাহিনীতে ফিরে গেছেন, অন্যদিকে নতুন চেয়ারম্যান ফয়সাল আজাদের নেতৃত্বে টিসিবির কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে এমন প্রত্যাশা করছে বাজার সংশ্লিষ্টরা।
- ট্যাগ সমূহঃ
- টিসিবির
- নতুন চেয়ারম্যান
- ফয়সাল আজাদ
![টিসিবির নতুন চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল ফয়সাল আজাদ](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)