ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ৮:৩১:১৭ এএম

টেকসই প্রকল্পে ঋণ বিতরণ ২৩% বৃদ্ধি:

২৬ সেপ্টেম্বর, ২০২৪ | ৯:৪৯ এএম

টেকসই প্রকল্পে ঋণ বিতরণ ২৩% বৃদ্ধি:

ছবি: সংগ্রহ

দেশের ব্যাংক খাত এখন ঋণ দেওয়ার ক্ষেত্রে পরিবেশবান্ধব ও টেকসই প্রকল্পগুলোকে প্রাধান্য দিচ্ছে। ফলে চলতি বছরের প্রথম ছয় মাসে টেকসই প্রকল্পে ব্যাংক খাতের ঋণ বিতরণ বেড়েছে ২২ দশমিক ৮২ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত 'টেকসই খাতে অর্থায়ন' শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।


এতথ্য অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বর শেষে টেকসই খাতে ব্যাংকগুলোর দেওয়া ঋণের পরিমাণ ছিল ৮৭ হাজার ৮২৬ কোটি টাকা। যা ছিল ব্যাংকগুলোর দেওয়া মোট মেয়াদি ঋণের ২৭ দশমিক ২৪ শতাংশ। চলতি বছরের জুন শেষে এই খাতে ব্যাংক ঋণ বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৩ হাজার ৮০৭ কোটি টাকা, যা ব্যাংকগুলোর বিতরণ করা মোট ঋণের ৪২ দশমিক ৫২ শতাংশ। অর্থাৎ আলোচ্য এই সময়ে টেকসই প্রকল্পে ব্যাংক খাতের ঋণ বেড়েছে ২৫ হাজার ৯৮০ কোটি টাকা বা ২২ দশমিক ৮২ শতাংশ।

 

বাংলাদেশ ব্যাংক মোট মেয়াদি ঋণের ৫ শতাংশ পরিবেশবান্ধব খাতে বিতরণের জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে মোট ঋণের ২০ শতাংশ টেকসই প্রকল্পে দিতে বলেছে। টেকসই প্রকল্পের মধ্যে রয়েছে কৃষি, সিএমএসএমই, পরিবেশবান্ধব কারখানা, সামাজিকভাবে দায়িত্বশীল প্রকল্প ইত্যাদি।

 

অন্যদিকে গত ডিসেম্বর শেষে টেকসই খাতে আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিতরণ করা মোট ঋণের পরিমাণ ছিল ২ হাজার ৮৭৬ কোটি টাকা, যা তাদের বিতরণ করা মোট ঋণের ২৬ দশমিক ৫১ শতাংশ। জুন শেষে যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯৯২ কোটি টাকা, যা তাদের বিতরণ করা মোট ঋণের ২১ দশমিক ৩৪ শতাংশ।

 

বাংলাদেশ ব্যাংক টেকসই অর্থায়নে ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করে আসছে। এজন্য নিয়ন্ত্রক সংস্থাটি দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাসটেইনেবল রেটিং বা টেকসই মান প্রকাশ করছে। টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের জন্য কেন্দ্রীয় ব্যাংক এই উদ্যোগ নিয়েছে। মূলত পাঁচটি সূচকের ওপর ভিত্তি করে এই মান যাচাই করা হয়। 

 

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, টেকসই অর্থায়ন নিয়েছে এমন গ্রাহকের সংখ্যা ১৪ লাখ ৭৩ হাজার ৭৪২ জন। এর মধ্যে অর্ধেকের বেশি অর্থাৎ ৮ লাখ ৯৯ হাজার ১২৭ জনই হলেন পুরুষ উদ্যোক্তা। আর্থিক প্রতিষ্ঠানগুলোতে টেকসই অর্থায়নের নারী গ্রাহক সংখ্যা ৫ লাখ ৭৪ হাজার ৬১৫ জন।

টেকসই প্রকল্পে ঋণ বিতরণ ২৩% বৃদ্ধি: