ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৪ জানুয়ারি, ২০২৫ | ১১:২৭ এএম
অনলাইন সংস্করণ
ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক দৃঢ় করতে আগ্রহী ভারত
৪ জানুয়ারি, ২০২৫ | ১১:২৭ এএম
ছবি: সংগ্রহ
ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল বলেছেন, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করতে চায় ভারত। গতকাল শুক্রবার, নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ব্যাপারে সর্বদা এক ইতিবাচক মনোভাব বজায় রাখা হয়েছে, এবং নতুন মার্কিন প্রশাসনের সঙ্গেও তা অব্যাহত থাকবে বলে দিল্লি আশাবাদী।
গয়াল আরও বলেন, "মোদী সরকারের শাসনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রশাসনের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি পেয়েছে, এবং আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার জন্য আমরা দৃঢ় সংকল্পবদ্ধ।"
উল্লেখযোগ্য যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে শুল্ক বৃদ্ধির বিষয়টি সামনে রেখেছেন। চীন থেকে আমদানিকৃত পণ্যের ওপর ৬০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেওয়ার পর, ভারতের মতো বাণিজ্যিক অংশীদাররা সম্ভাব্য অর্থনৈতিক প্রতিকূলতা এড়াতে কৌশলগত পদক্ষেপ গ্রহণ করছে।
ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বর্তমানে ১১৮ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে, এবং এতে ভারতের ৩২ বিলিয়ন ডলারের বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে এ বাণিজ্যের পরিমাণ আরও ৫০ বিলিয়ন ডলার বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
ভারতের সরকার ও ব্যবসায়ী মহল মনে করে, একটি বিস্তৃত বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি ভারতের উৎপাদন শিল্পকে বৈশ্বিক সাপ্লাই চেইনে যুক্ত করতে সহায়তা করবে এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে।
পীযূষ গয়াল বলেন, চলতি ২০২৪-২৫ অর্থবছরে ভারতের পণ্য ও সেবা বাণিজ্যের আর্থিক মূল্য ৮০০ বিলিয়ন ডলার ছাড়াতে পারে, যা ভারতের অর্থনীতির শক্তিশালী অবস্থানকে প্রতিফলিত করবে।
ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এই বাণিজ্যিক সম্পর্কের পরবর্তী পর্যায় দুদেশের মধ্যে আরও উন্নত সহযোগিতা এবং পারস্পরিক লাভজনক বাণিজ্যিক যোগাযোগের সূচনা করবে বলে আশা করা হচ্ছে।