ঢাকা বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫ - ৭:৫৫:১৯ পিএম

ট্রাম্পের সহায়তা বন্ধ: কয়েক লাখ মানুষের মৃত্যুর শঙ্কা

১৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:২৯ এএম

ট্রাম্পের সহায়তা বন্ধ: কয়েক লাখ মানুষের মৃত্যুর শঙ্কা

ছবি: সংগ্রহ

জাতিসংঘের এইডস কর্মসূচি সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশি সহায়তা বন্ধ করায় এইডসে আক্রান্ত হয়ে লাখ লাখ মানুষের মৃত্যু হতে পারে। রোববার (১৬ ফেব্রুয়ারি) সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

 

ট্রাম্প ক্ষমতায় আসার পরই যুক্তরাষ্ট্রের উন্নয়ন সংস্থা ইউএসএআইডির সহায়তা স্থগিত করে। এর ফলে অনেক উন্নয়ন কর্মসূচি ফান্ডের অভাবে বন্ধ হয়ে গেছে।

 

এইডস ত্রাণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জরুরি পরিকল্পনা আওতাধীন সমস্ত সহায়তা ৩ মাসের জন্য বন্ধ করেছেন ট্রাম্প। যদিও ট্রাম্প প্রশাসন পরে চিকিৎসার সহায়তা চালু রাখার ঘোষণা দেন। কিন্তু আফ্রিকান কর্মকর্তারা জানিয়েছেন, তারা আর সহায়তা পাচ্ছেন না।



একটি গবেষণা সংস্থার বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়, এই কর্মসূচিতে ২ কোটি রোগী এবং ২ লাখ ৭০ হাজার স্বাস্থ্যকর্মী আমেরিকান সহায়তা পেত।

 

ইথিওপিয়ায় আফ্রিকান ইউনিয়ন সম্মেলনের ফাঁকে ইউএনএইডসের নির্বাহী পরিচালক উইনি বায়ানিমা এএফপিকে বলেন, ‘অনেক দেশের জন্য এটা বাড়াবাড়ি পদক্ষেপ। এইডস ত্রাণ তহবিলের একটি বড় অংশ দিত যুক্তরাষ্ট্র। যদি তা বন্ধ হয়ে যায়, তাহলে লাখ লাখ মানুষ মারা যাবে।’

 

জাতিসংঘের এই কর্মকর্তা আরো বলেন, ‘আগামী পাঁচ বছরে এইডসে মৃত্যু দশগুণ বেড়েছে। যা ৬৩ লাখে দাঁড়াতে পারে। এছাড়া এ সময়ে নতুন করে আক্রান্ত হতে পারে ৮৭ লাখ মানুষ।’

ট্রাম্পের সহায়তা বন্ধ: কয়েক লাখ মানুষের মৃত্যুর শঙ্কা