ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৫ জানুয়ারি, ২০২৫ | ১১:৫৯ পিএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
ট্রাম্পের হুমকির পর সীমান্তের কাছে জরুরি আশ্রয়কেন্দ্র বানাচ্ছে মেক্সিকো
২৫ জানুয়ারি, ২০২৫ | ১১:৫৯ পিএম
![ট্রাম্পের হুমকির পর সীমান্তের কাছে জরুরি আশ্রয়কেন্দ্র বানাচ্ছে মেক্সিকো](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/25/20250125122908_original_webp.webp)
ছবি: সংগ্রহ
ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের বের করে দেওয়ার হুমকির মধ্যে সীমান্তের কাছে অভিবাসীদের জন্য জরুরি আশ্রয়কেন্দ্র স্থাপন করছে মেক্সিকোর সৈন্যরা।
মেক্সিকো সরকার জানিয়েছে, তাদের দেশের নাগরিকদের জন্য ৩টি এবং অন্যান্য বিদেশিদের জন্য আরও তিনটি আশ্রয়কেন্দ্র খোলা হচ্ছে। 'মেক্সিকো আপনাকে স্বাগত জানাবে' নামক একটি প্রকল্পের আওতায় আশ্রয়কেন্দ্রগুলো তৈরি করা হচ্ছে।
প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম বলেছেন, অন্যান্য দেশ থেকে নির্বাসিত অভিবাসীদের প্রত্যাবাসনের আগে মানবিক সহায়তা প্রদান করবে মেক্সিকো সরকার। দু’টি অভ্যর্থনা কেন্দ্র দিনের শেষের দিকে এবং বাকিগুলো সপ্তাহান্তের মধ্যে প্রস্তুত হবে বলে আশা করা হচ্ছে। এগুলোতে রান্নাঘর, বাথরুম এবং খাবার ঘর থাকবে এবং সাস্থ্যসেবা ও পরামর্শ প্রদান করা হবে।
এএফপির এক সংবাদদাতা জানিয়েছেন, টেক্সাসের ব্রাউনসভিলের সীমান্তের ওপারে উত্তর-পূর্ব শহর মাতামোরোসে নৌবাহিনীর কর্মীদের একটি বিশাল খেলার মাঠে একটি আশ্রয়কেন্দ্র তৈরি করতে দেখা গেছে। নিরাপত্তার দায়িত্বে থাকা সামরিক বাহিনীর সদস্যদের জন্য জলপাই-সবুজ রঙয়ের তাঁবু এবং নির্বাসিতদের জন্য একটি ধাতব কাঠামোর তাঁবু থাকবে।
যুক্তরাষ্ট্রে কয়েক মিলিয়ন অনিবন্ধিত মেক্সিকোর নাগরিক রয়েছে। মেক্সিকো সরকার ডিসেম্বরে ঘোষণা করেছে, তারা মার্কিন যুক্তরাষ্ট্রে আসন্ন আটকের মুখোমুখি অভিবাসীদের জন্য একটি সতর্কতাসহ মোবাইল অ্যাপ চালু করবে।
সোমবার ক্ষমতায় আসার প্রথম দিনেই ট্রাম্প মার্কিন দক্ষিণ সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা করেন এবং লক্ষ লক্ষ অভিবাসীকে বের করে দেওয়ার ঘোষণা দেন। তার প্রশাসন বলেছে, ট্রাম্পের প্রথম মেয়াদের সময় 'মেক্সিকোতে থাকুন' নীতিটিও পুনর্বহাল করবে।
![ট্রাম্পের হুমকির পর সীমান্তের কাছে জরুরি আশ্রয়কেন্দ্র বানাচ্ছে মেক্সিকো](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)