ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৩:০৫:০৬ এএম

ট্রাম্পের ২৫ শতাংশ শুল্ক ঘোষণায় বৈশ্বিক বাণিজ্যিক উত্তেজনা

১১ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:০ পিএম

ট্রাম্পের ২৫ শতাংশ শুল্ক ঘোষণায় বৈশ্বিক বাণিজ্যিক উত্তেজনা

ছবি: সংগ্রহ

ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১০ফেব্রুয়ারি) শুল্ক আরোপের জন্য একাধিক নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প। খবর আল জাজিরার।


এ বিষয়ে ট্রাম্প বলেন, মার্কিন শিল্প বন্ধু এবং শত্রু উভয়ের কাছে সমানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আল-জাজিরা জানিয়েছে, ট্রাম্পের সর্বশেষ এই শুল্কারোপ আগামী ৪ মার্চ থেকে কার্যকর হতে যাচ্ছে। তবে ট্রাম্পের এই শুল্ক আরোপের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলো প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে পারে। এসব দেশের মধ্যে ওয়াশিংটনের কয়েকটি নিকটতম মিত্র দেশও রয়েছে।


বিশ্লেষকদের ধারণা, তাদের পাল্টা পদক্ষেপের কারণে একাধিক ফ্রন্টে নতুন বাণিজ্য সংঘর্ষের সম্ভাবনা বাড়িয়ে তুলবে।

 

গ্লোবাল বিজনেস অ্যাডভাইজারি ফার্ম টেনিওর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল ওয়াইল্ডাউ আল জাজিরাকে বলেছেন, ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর ট্রাম্পের সর্বশেষ শুল্ক আরোপ পূর্ণাঙ্গ বাণিজ্য যুদ্ধ শুরু করার জন্য যথেষ্ট নয়। তবে যুদ্ধ শুরুর ক্ষেত্রে এটি ক্রমবর্ধমান পদক্ষেপ। ইউরোপ ও এশিয়া মহাদেশের মার্কিন বাণিজ্য অংশীদাররা কার্যত এর প্রতিশোধ নিবেন।


সরকারি সূত্র মোতাবেক জানা যায়, ২০২৪ সালে যুক্তরাষ্ট্র ৪৯ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানি করেছে। যার বেশিরভাগ আসে কানাডা থেকে।

 

তাই ট্রাম্পের এই ঘোষণা কানাডায় অত্যাধিক প্রতিক্রিয়া শুরু হয়েছে। দেশটির লিবারেল পার্টির নেতা মার্ক কার্নি এক্স-এ একটি পোস্টে লিখেছেন, ট্রাম্প চান আমরা যেন মেজাজ হারিয়ে ফেলি। আমাদের সঠিক প্রতিক্রিয়াসহ ঐক্যবদ্ধ থাকতে হবে।

 

এদিকে এর আগে ট্রাম্প চীনের পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এর পাল্টা জবাব হিসেবে চীনও মার্কিন পণ্যের ওপর শুল্কারোপ করেছে।

 

এ ছাড়া কানাডিয়ান ও মেক্সিকান আমদানির উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে ট্রাম্প। তবে এক মাসের জন্য ট্রাম্প এই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।

 

অর্থনীতিবিদরা সতর্ক করেছেন যে ট্রাম্পের বিস্তৃত ভিত্তিক শুল্ক মার্কিন ভোক্তাদের জন্য উচ্চ মূল্যের দিকে পরিচালিত করবে। যদিও ট্রাম্প এবং তার মিত্ররা যুক্তি দেখিয়েছেন, শুল্কগুলো দেশীয় উত্পাদন পুনরুজ্জীবিত করতে এবং সহায়তা করবে রাষ্ট্রীয় কোষাগার।

 

ওয়াশিংটন ডিসির আমেরিকান ইউনিভার্সিটির বাণিজ্য বিশেষজ্ঞ মাইকেল স্ট্যানাইটিস বলেছেন, ট্রাম্পের শুল্কের প্রভাব অত্যন্ত গুরুতর হবে।

 

স্ট্যানাইটিস আল জাজিরাকে বলেছেন, ট্রাম্প প্রশাসন যদি মার্কিন ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিকারকদের অনেক ছাড় না দেয়, তবে মার্কিন ভোক্তারা দাম বৃদ্ধি এবং উৎপাদন ঘাটতির কবলে পড়তে পারেন।

ট্রাম্পের ২৫ শতাংশ শুল্ক ঘোষণায় বৈশ্বিক বাণিজ্যিক উত্তেজনা