ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ১০:৫৫:২১ এএম

ট্রেনের টিকিট কালোবাজারি নিয়ে সতর্ক করল রেলপথ মন্ত্রণালয়

২৭ জানুয়ারি, ২০২৫ | ১০:৫৬ এএম

ট্রেনের টিকিট কালোবাজারি নিয়ে সতর্ক করল রেলপথ মন্ত্রণালয়

ছবি: সংগ্রহ

বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনের টিকিট কালোবাজারি ও প্রতারণা ঠেকাতে আইনগত ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। সম্প্রতি, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অ্যাকাউন্ট, গ্রুপ এবং পেজ খুলে এক সংঘবদ্ধ চক্র চটকদার বিজ্ঞাপন প্রচার করে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির চেষ্টা করছে। এর ফলে অনেক যাত্রী প্রতারণার শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।

 

 

গতকাল রবিবার (২৬ জানুয়ারি) রেলপথ মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ রেলওয়ে ইতিমধ্যেই সব আন্তঃনগর ট্রেনের টিকিট অনলাইনে বিক্রির ব্যবস্থা করেছে রেল সেবা অ্যাপের মাধ্যমে।

 

 

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে টিকিট বিক্রির চক্রের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে যাত্রীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে, তারা যেন টিকিট ক্রয়ের জন্য শুধুমাত্র রেল সেবা অ্যাপ অথবা সরাসরি রেল স্টেশনের টিকিট কাউন্টার ব্যবহার করেন।

 

 

রেলপথ মন্ত্রণালয় আরও জানিয়েছে, যাত্রী হয়রানি ও প্রতারণা প্রতিরোধে তারা প্রতিদিন কাজ করছে এবং এই ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

ট্রেনের টিকিট কালোবাজারি নিয়ে সতর্ক করল রেলপথ মন্ত্রণালয়