ঢাকা শুক্রবার, ৪ জুলাই, ২০২৫ - ৬:৪৩:০৩ এএম

ডলার সংকটে চাল-গ্যাস আমদানির বিল পরিশোধ করা যাচ্ছে না

১৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:৩০ এএম

ডলার সংকটে চাল-গ্যাস আমদানির বিল পরিশোধ করা যাচ্ছে না

ছবি: সংগ্রহ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান জানিয়েছেন, ডলার সংকটের কারণে বাংলাদেশে চাল ও গ্যাসের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি বিল পরিশোধ করা যাচ্ছে না। আজ  রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সভায় তিনি এ মন্তব্য করেন।

 

 

এনবিআর চেয়ারম্যান বলেন, "চাল বা ফুয়েল এগুলো না হলে তো দেশ চলবে না। কিন্তু এগুলোর বিল পরিশোধ করা যাচ্ছে না, বাংলাদেশ ব্যাংক থেকে এ ব্যাপারে জানানো হয়েছে। আপনি জানেন যে ব্যাংকিং সেক্টরে কী ধরনের অরাজকতা হয়েছিল।"

 

 

তিনি আরও বলেন, "যতদিন ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ পরিস্থিতি স্বাভাবিক না হবে, ততদিন সরকারের পক্ষ থেকে এসব রেস্ট্রিকশন রাখা হবে, তবে পরিস্থিতি স্বাভাবিক হলে তা তুলে নেওয়া হবে।"

 

 

এ সময় জুয়েলারি শিল্পের নেতারা জুয়েলারির ওপর থেকে বিদ্যমান কর ও ভ্যাট হার কমানোর প্রস্তাব দেন এবং দেশব্যাপী যেসব স্বর্ণ ব্যবসায়ী ভ্যাটের আওতায় নেই, তাদের ভ্যাটের আওতায় আনার পরামর্শ দেন।

 

 

এছাড়া, এনবিআর চেয়ারম্যান জানান, "জুয়েলারি আমদানিতে ব্যাগেজ রুলসে সংশোধন আনা হবে এবং অগ্রিম আয়কর বসানোর বিষয়েও সরকারের পরিকল্পনা রয়েছে।"

 

 

এভাবে, ডলার সংকটের প্রভাব এবং জুয়েলারি শিল্পের কর পদ্ধতি সহজ করার প্রয়োজনীয়তার উপর আলোচনার মাধ্যমে এনবিআর নতুন পদক্ষেপ গ্রহণের ইঙ্গিত দিয়েছে।

 

 

ডলার সংকটে চাল-গ্যাস আমদানির বিল পরিশোধ করা যাচ্ছে না