ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৯:১৩:৪১ পিএম

ডিএসইতে পিই রেশিও কমেছে ১৪ শতাংশ

১৭ আগস্ট, ২০২৪ | ৩:৪১ পিএম

ডিএসইতে পিই রেশিও কমেছে ১৪ শতাংশ

ছবি: সংগ্রহ

বিদায়ী সপ্তাহে (১১ আগস্ট -১৫ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে ১৪ শতাংশ।


বাজার বিশ্লেষকদের মতে, শেয়ারবাজারে পিই রেশিও যত কমে বিনিয়োগ ঝুঁকিও ততো কমে। পাশাপাশি পিই রেশিও বাড়লে বিনিয়োগ ঝুঁকি বাড়ে। বিদায়ী সপ্তাহে পিই রেশিও যেহেতু কমেছে, শেয়ারে বিনিয়োগ ঝুঁকিও তেমনি কমেছে। তবে দেশের শেয়ারবাজারের শেয়ারদর এখন তলানিতে অবস্থান করছে। যে কারণে তালিকাভুক্ত সিংহভাগ শেয়ারই এখন ঝুঁকিমুক্ত।


বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১৩ দশমিক ৫২ পয়েন্ট। আর সপ্তাহ শেষে পিই রেশিও দাঁড়িয়েছে ১১ দশমিক ৬১ পয়েন্টে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ১ দশমিক ৯১ পয়েন্ট বা ১৪ দশমিক ১২ শতাংশ কমেছে।

ডিএসইতে পিই রেশিও কমেছে ১৪ শতাংশ