ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৫:১২:৪০ পিএম

ডিএসইতে সূচকের পাশাপাশি লেনদেনে বড় উত্থান

২৯ এপ্রিল, ২০২৪ | ৯:৪৬ এএম

ডিএসইতে সূচকের পাশাপাশি লেনদেনে বড় উত্থান

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল রোববার চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে সিংহভাগ শেয়ারের দর বাড়ায় ডিএসইর সূচকের উত্থান দেখা গেছে। একই সঙ্গে গতকাল ডিএসইর লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে।

 

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থানের ধারা অব্যাহত ছিল এবং দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৯৭ দশমিক ৩৬ পয়েন্ট বা এক দশমিক ৭৬ শতাংশ বেড়ে ৫ হাজার ৬১৫ দশমিক ৮৪ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১৬ দশমিক ৮৮ পয়েন্ট বা এক দশমিক ৩৮ শতাংশ বেড়ে ১ হাজার ২৩৪ দশমিক ১৫ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ২১ দশমিক ৬৩ পয়েন্ট বা এক দশমিক ০৯ শতাংশ বেড়ে ১ হাজার ৯৯৬ দশমিক ১৩ পয়েন্টে অবস্থান করে।

 

ডিএসইতে লেনদেন হয় ৬১৩ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫১১ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ১০২ কোটি ৫১ লাখ টাকা বেড়েছে। এদিন ১৮ কোটি ৩ লাখ ২৯ হাজার ৪৫৯টি শেয়ার ১ লাখ ৬৩ হাজার ৩০৬ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৯৬ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩০০টির, কমেছে ৫২টির এবং অপরিবর্তিত ছিল ৪৪টির দর।

 

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে মালেক স্পিনিং মিলস লিমিটেড। কোম্পানিটির ৩৪ কোটি ৯৮ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ২৭ কোটি ৬৫ লাখ ৬৩ হাজার, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের ২৫ কোটি ৫৫ লাখ, আইটি কনসালট্যান্টস লিমিটেডের ২৪ কোটি ১৫ লাখ, ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ২১ কোটি ২৮ লাখ, গোল্ডেনসন লিমিটেডের ২০ কোটি ৬ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৮ কোটি ৭৩ লাখ, কোহিনুর কেমিক্যালস কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ১২ কোটি ৫২ লাখ, বিচ হ্যাচারি লিমিটেডের ১২ কোটি ২৫ লাখ এবং সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১১ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।


গতকাল ১০ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড। এর পরের অবস্থানে থাকা জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেডের ৯ দশমিক ৯৫ শতাংশ, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেডের ৯ দশমিক ৯২ শতাংশ, রহিমা ফুড করপোরেশন লিমিটেডের ৯ দশমিক ৯২ শতাংশ, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ৯ দশমিক ৯০ শতাংশ, মুন্নু ফেব্রিকস লিমিটেডের ৯ দশমিক ৮৪ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইল লিমিটেডের ৯ দশমিক ৮২ শতাংশ, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৯ দশমিক ৭২ শতাংশ, অলিম্পিক অ্যাকসেসরিজ লিমিটেডের ৯ দশমিক ৪০ শতাংশ এবং এনআরবি ব্যাংক লিমিটেডের ৮ দশমিক ৯৮ শতাংশ শেয়ারদর বেড়েছে।

 

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ১১৪ দশমিক ৫৩ পয়েন্ট বা ১ দশমিক ২০ শতাংশ বেড়ে ৯ হাজার ৬৩৬ দশমিক ৪৬ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ১৮৩ দশমিক ৭৬ পয়েন্ট বা ১ দশমিক ১৬ শতাংশ বেড়ে ১৫ হাজার ৯৯৯ দশমিক ৫২ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ২০৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত ছিল ২২টির দর। সিএসইতে গতকাল মোট ১৫ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে হয়েছিল ১১ কোটি ১০ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল সিএসইতে ৪ কোটি ৭ লাখ টাকার লেনদেন বেড়েছে।

ডিএসইতে সূচকের পাশাপাশি লেনদেনে বড় উত্থান