ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ
ডিসি-ইউএনওদের পদবি পরিবর্তনের সুপারিশ
৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ৫:৫৩ পিএম
![ডিসি-ইউএনওদের পদবি পরিবর্তনের সুপারিশ](https://i.vatbondhu.com/images/original-webp/2025/02/05/20250205165123_original_webp.webp)
ছবি: সংগ্রহ
জনপ্রশাসন সংস্কার কমিশন দেশের প্রশাসনিক কাঠামোতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের সুপারিশ করেছে। এর মধ্যে রয়েছে জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পদবির পরিবর্তন। কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, এই দুই পদবির পরিবর্তন করে যথাক্রমে ‘উপজেলা কমিশনার’ (Sub-District Commissioner, SDC) এবং ‘জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা কমিশনার’ (District Magistrate & District Commissioner, DC) করার সুপারিশ করা হয়েছে।
এছাড়া, ‘অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)’ পদবির পরিবর্তন করে ‘অতিরিক্ত জেলা কমিশনার (ভূমি ব্যবস্থাপনা)’ করা যেতে পারে বলে কমিশন জানিয়েছে।
কমিশন আরও সুপারিশ করেছে যে, জেলা কমিশনারকে জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে সিআর মামলা প্রকৃতির অভিযোগ গ্রহণের ক্ষমতা দেওয়া হোক। তিনি অভিযোগ তদন্তের জন্য উপজেলা কর্মকর্তাদের বা স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের মাধ্যমে সালিশী বা তদন্ত করতে নির্দেশ দিতে পারবেন। প্রাথমিক তদন্তের পর অভিযোগ যদি গ্রহণযোগ্য হয়, তবে তিনি থানাকে মামলা গ্রহণের নির্দেশ দিতে পারবেন। পরবর্তীতে, মামলাটি আদালতের মাধ্যমে যথাযথ প্রক্রিয়ায় নিষ্পত্তি হবে।
এই প্রস্তাব বাস্তবায়ন হলে সাধারণ নাগরিকদের জন্য মামলার প্রক্রিয়া সহজ হবে এবং সমাজের ছোটোখাটো বিরোধ আদালতের বাইরে সমাধান করা সম্ভব হবে। এতে করে আদালতের ওপর অযৌক্তিক মামলার চাপ কমবে।
জনপ্রশাসন সংস্কার কমিশন দেশের প্রশাসনিক কাঠামোতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের সুপারিশ করেছে।এই সুপারিশগুলো বাস্তবায়িত হলে, প্রশাসনিক ব্যবস্থায় আরও কার্যকরী পরিবর্তন আসবে এবং দেশের নাগরিকদের জন্য সেবা প্রাপ্তি আরও সহজ ও দ্রুত হবে।
![ডিসি-ইউএনওদের পদবি পরিবর্তনের সুপারিশ](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)