ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ৭:০৪:৪৬ এএম

ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যযুদ্ধ: ইউরোজোনে সুদহার সংকটের শঙ্কা

৯ ডিসেম্বর, ২০২৪ | ৯:৩ এএম

ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যযুদ্ধ: ইউরোজোনে সুদহার সংকটের শঙ্কা

ছবি: সংগ্রহীত

ডোনাল্ড ট্রাম্পের শুরু করা বাণিজ্যযুদ্ধের প্রভাব ইউরোপীয় অর্থনীতির জন্য গভীর উদ্বেগ তৈরি করেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান প্যাসিফিক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি (পিমকো) সতর্ক করেছে যে, এই বাণিজ্যযুদ্ধ যদি তীব্র আকার ধারণ করে, তাহলে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক (ইসিবি) বাধ্য হবে সুদহার জরুরি স্তরে নামিয়ে আনতে। মন্দার সময়ে অর্থনীতিকে চাঙা করার জন্য এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়।

 

 

পিমকো, যেটি বিশ্বব্যাপী প্রায় ২ ট্রিলিয়ন ডলারের পরিসম্পদ ব্যবস্থাপনা করে, তাদের গ্লোবাল ফিক্সড ইনকাম বিভাগের প্রধান বিনিয়োগ কর্মকর্তা অ্যান্ড্রু বলস বলেন, ট্রাম্পের শুল্ক আরোপের পরিকল্পনা যদি ধাপে ধাপে বাস্তবায়িত হয়, তবে ইউরোপীয় অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়বে। তিনি আরও জানান, ইউরোপীয় বাণিজ্য পরিস্থিতি কঠিন হলেও কিছুটা স্বস্তিদায়ক অবস্থাও তৈরি হতে পারে।

 

 

ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির কারণে ইউরোপের অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লেগেছে। ইউরোপীয় রফতানিকারকরা নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছেন, যেখানে তাদের বাজারে শুল্ক বেড়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এর ফলে ইউরোজোনের আর্থিক বাজার ও বিনিময় হারে ব্যাপক অস্থিরতা দেখা দিচ্ছে।

 

 

বিনিয়োগকারীরা প্রত্যাশা করছেন যে ইসিবি আরও আক্রমণাত্মকভাবে সুদহার হ্রাসের মাধ্যমে অর্থনীতিকে স্থিতিশীল করার চেষ্টা করবে। ইতোমধ্যে ইউরোর বিনিময় হার উল্লেখযোগ্যভাবে কমেছে। সেপ্টেম্বরের পর থেকে ইউরোর মান ৫ শতাংশের বেশি কমে ১ ডলার শূন্য ৬ সেন্টে নেমে এসেছে।

 

 

এই পরিস্থিতি মোকাবেলায় ইসিবি কী পদক্ষেপ গ্রহণ করবে, তা নিয়ে বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের নজর এখন ইউরোপীয় অর্থনৈতিক নীতিমালার দিকে। ইউরোজোনে এই সংকট থেকে উত্তরণের জন্য সুদহার কমানোর পাশাপাশি আরও কার্যকর নীতি গ্রহণের প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে।

ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যযুদ্ধ: ইউরোজোনে সুদহার সংকটের শঙ্কা