ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৭:২০:৪৯ পিএম

ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

২ অক্টোবর, ২০২৪ | ১০:৩৫ এএম

ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

ছবি: সংগ্রহ

দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকায় বাড়ছে বায়ুদূষণ। বৃষ্টি হলে ঢাকার বাতাসে দূষণের মাত্রা বেশ কম থাকে। আবার বৃষ্টি কমে গেলে বাড়তে থাকে বায়ুদূষণের মাত্রা।

 

আজ আইকিউএয়ারের তথ্যানুযায়ী রাজধানী ঢাকা রয়েছে বায়ুদূষণের তালিকায় ‘অস্বাস্থ্যকর’ রয়েছে। আজ বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। আর ঢাকার অবস্থান ৬ নম্বরে, যার স্কোর ১৫৬। সেই হিসেবে ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’।

 

সকাল ৮টা ১ মিনিটের দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২১৭ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, একই সময়ে ১৭৯ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকাতে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি; উগান্ডার কাম্পালা শহর ১৬৯ স্কোর নিয়ে আছে তৃতীয় স্থানে। এছাড়া ১৬০ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ইরাকের বাগদাদ, ১৫৯ স্কোর নিয়ে পঞ্চম স্থানে আছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা।

ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’