ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৩ জানুয়ারি, ২০২৫ | ৪:১২ পিএম
অনলাইন সংস্করণ
ঢাকায় জাপানের নতুন রাষ্ট্রদূত সাইদা শিনিচি
১৩ জানুয়ারি, ২০২৫ | ৪:১২ পিএম
![ঢাকায় জাপানের নতুন রাষ্ট্রদূত সাইদা শিনিচি](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/13/20250113161235_original_webp.webp)
ছবি: সংগ্রহ
জাপান সরকারের নতুন রাষ্ট্রদূত হিসেবে ঢাকায় নিযুক্ত হয়েছেন সাইদা শিনিচি। সোমবার (১৩ জানুয়ারি) ঢাকায় জাপানের দূতাবাস জানায়, ১২ জানুয়ারি সাইদা শিনিচি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল প্রধান খন্দকার মাসুদুল আলমের কাছে তাঁর পরিচয়পত্রের অনুলিপি পেশ করেছেন।
এ সময়, নতুন রাষ্ট্রদূত সাইদা শিনিচি জাপান ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি তাঁর দায়িত্ব পালন করতে প্রস্তুত বলে জানান।
এর আগে, ঢাকায় জাপানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন আইওয়ামা কিমিনোরি। সাইদা শিনিচির নিযুক্তি বাংলাদেশের সাথে জাপানের সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হতে পারে বলে আশা করা হচ্ছে।
- ট্যাগ সমূহঃ
- ঢাকায় জাপানের
- নতুন রাষ্ট্রদূত
![ঢাকায় জাপানের নতুন রাষ্ট্রদূত সাইদা শিনিচি](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)