ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৬:৫৫:৪৪ পিএম

ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা পররাষ্ট্র উপদেষ্টার

২ জানুয়ারি, ২০২৫ | ৯:২৪ এএম

ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা পররাষ্ট্র উপদেষ্টার

ছবি: সংগ্রহীত

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়ার পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহ প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার (৩১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

 

 

তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরানোর জন্য ভারতকে আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে। তবে, যদি তাকে ফেরত না দেওয়া হয়, তাহলে কি ঢাকা-দিল্লির সম্পর্ক স্বাভাবিক থাকবে? এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “দুপক্ষের স্বার্থের আরও অনেক ইস্যু আছে। এগুলো নিয়ে আমরা পাশাপাশি কাজ করব। শেখ হাসিনা ইস্যুটি একটি গুরুত্বপূর্ণ বিষয় হলেও আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে অন্যান্য বিষয়ও সমান গুরুত্ব পাবে।”

 

 

রোহিঙ্গা সমস্যার বিষয়ে তিনি বলেন, “রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তা না হলে তারা ফিরতে চাইবে না। রোহিঙ্গা সমস্যা বাংলাদেশের জন্য একটি কঠিন চ্যালেঞ্জ। নতুন বছরে এই চ্যালেঞ্জ মোকাবিলায় কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদার করা হবে।”

 

 

নতুন করে ৬০ হাজার রোহিঙ্গার প্রবেশের বিষয়ে উপদেষ্টা জানান, “তাদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার প্রক্রিয়া চলছে। এটি শেষ হলে প্রকৃত সংখ্যা নির্ধারণ করা সম্ভব হবে।”

 

 

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র আমন্ত্রণে চলতি মাসের তৃতীয় সপ্তাহে চীন সফরে যাচ্ছেন তৌহিদ হোসেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “পররাষ্ট্র সচিব আন্তঃমন্ত্রণালয় বৈঠকের আহ্বান জানিয়েছেন। সেখানে আমরা আলোচনার মাধ্যমে চীনের কাছ থেকে কী কী সমাধান বা সহযোগিতা পেতে পারি তা নির্ধারণ করব।”

 

শেখ হাসিনার প্রত্যাবর্তন, রোহিঙ্গা সংকট এবং চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বাংলাদেশ সরকারের কূটনৈতিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা পররাষ্ট্র উপদেষ্টার